১৫ হাজার টাকায় নতুন 5G ফোন আনছে Samsung, থাকবে শক্তিশালী ব্যাটারি
জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung সম্প্রতি তাদের সাশ্রয়ী মূল্যের অফার হিসেবে Galaxy A04e হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। এই স্মার্টফোনটি চলতি বছরের শেষে বা ২০২৩ সালের শুরুর দিকে ভারত সহ একাধিক বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে আরেকটি Galaxy A-সিরিজের ডিভাইসও শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে, যার নাম Samsung Galaxy A14। এই নতুন স্যামসাং ফোনটি Galaxy A13-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে, যা এই বছরের শুরুতে ভারতের বাজারে পা রেখেছিল। স্যামসাং তাদের এই আসন্ন হ্যান্ডসেটটির লঞ্চের বিষয়ে কোনও বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করেনি। তবে এখন লঞ্চের আগেই, এক জনপ্রিয় টিপস্টার Samsung Galaxy A14-এর ডিজাইন রেন্ডারগুলি প্রকাশ করেছেন। আসুন এই স্যামসাং গ্যালাক্সি ফোনটির সম্পর্কে যা যা তথ্য প্রকাশ্যে এল, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফাঁস হল Samsung Galaxy A14 এর ডিজাইন রেন্ডার
টিপস্টার সুধাংশু আম্ভোরে তার সাম্প্রতিক টুইটে নতুন গ্যালাক্সি এ১৪ ফোনের ডিজাইন রেন্ডার শেয়ার করেছেন। তবে, তিনি জানান যে এই ছবিগুলির মূল উৎস হল কেসমেকারস (CaseMakers)।
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। লঞ্চের সময় এর দাম প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। ফাঁস হওয়া ডিজাইনের রেন্ডার অনুযায়ী, ডিভাইসটিতে একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকবে এবং এর পেছনে তিনটি ক্যামেরার রিংও দেখা যাবে। ক্যামেরার রিংগুলি বাইরেই দিকে সামান্য উঠে থাকবে। আর ক্যামেরা সেটআপের পাশে একটি এলইডি ফ্ল্যাশ মডিউলও উপস্থিত থাকবে।
আবার, এই ৫জি স্মার্টফোনের ডিসপ্লের শীর্ষে একটি ওয়াটার-ড্রপ নচ দেখা যাবে। পুরু চিন বাদে স্ক্রিনের তিন দিকে মোটামুটি পাতলা বেজেলই থাকবে। গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটনগুলি অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। আর নিরাপত্তার জন্য পাওয়ার বাটনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবেও কাজ করবে।
এছাড়া, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকটিকে Galaxy A14-এর নীচের প্রান্তে দেখা যাবে, যার পাশেই থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল৷ এই ফোনটি গ্রীন কালার অপশনে প্রদর্শিত হয়েছে। তবে আশা করা যায়, স্যামসাং এই হ্যান্ডসেটটিকে হোয়াইট এবং ব্ল্যাক সহ একাধিক কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করবে।
জানিয়ে রাখি, Galaxy A14 5G-কে সম্প্রতি ওয়াই-ফাই অ্যালায়েন্স (Wi-Fi Alliance) ওয়েবসাইটে দেখা গেছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনে রান করবে বলেও জানা গেছে।
যদিও ডিজাইন বাদ দিলে, এখনও পর্যন্ত Samsung Galaxy A14 5G-এর হার্ডওয়্যার সম্পর্কে সেভাবে কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে, ডিভাইসটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ স্যামসাং স্মার্টফোনের মতো, গ্যালাক্সি এ১৪ ৫জি-তেও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। তবে, উল্লেখিত স্পেসিফিকেশনগুলি সম্পূর্ণরূপে অনুমানমূলক। তাই এগুলি বাস্তবায়িত হয় কিনা, তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।