পুজোর আগেই সুখবর, Samsung Galaxy A15 5G ফোনের দাম কমলো 2500 টাকা
কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে Samsung Galaxy A16 5G। এটি Samsung Galaxy A15 5G এর উত্তরসূরি হিসেবে আসবে। তবে উত্তরসূরি আসার আগেই পূর্বসূরি দাম অনেকটাই কমিয়ে দিল Samsung। আজ্ঞে হ্যাঁ! Galaxy A15 5G এখন কম দামে কেনা যাবে। এই ফোনের মূল্য লঞ্চের সময়ের থেকে 2,500 টাকা কমানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন দামে ডিভাইসটি তালিকাভুক্ত আছে।
Samsung Galaxy A15 5G এর নতুন দাম
স্যামসাং গ্যালাক্সি এ15 5জি তিনটি স্টোরেজ অপশনে এসেছে। এই তিন স্টোরেজ ভ্যারিয়েন্ট 2,500 টাকা কমে পাওয়া যাবে। এরপর স্যামসাং গ্যালাক্সি এ15 5জি এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 17,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন এর নতুন দাম হয়েছে 15,499 টাকা।
আবার এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 19,499 টাকায় লঞ্চ হয়েছিল, যা এখন 16,999 টাকায় পাওয়া যাবে। আর স্যামসাং গ্যালাক্সি এ15 5জি এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা।
আরও পড়ুন : শোরুমে গেলে খালি হাতে ফিরে আসতে হবে, আচমকা দেশে এই বাইক বন্ধ করল Honda
Samsung Galaxy A15 5G এর ফিচার
Samsung Galaxy A15 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.5 ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 হার্টজ এবং এটি 800 নিটস পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট। আর এই ডিভাইসে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ হয়ে গেলে, আপনি 21 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাবেন।
আরও পড়ুন : Realme Pad 2 Lite: পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে নয়া ট্যাব আনছে রিয়েলমি, এই তারিখে লঞ্চ