বাজারে ঝড় তুলতে আসছে Samsung Galaxy A16 5G, থাকবে 5000mAh ব্যাটারি সহ এই প্রসেসর
Samsung গত সপ্তাহে তাদের নতুন বাজেট স্মার্টফোন Galaxy A06 গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি গ্যালাক্সি A সিরিজের অধীনে আরেকটি নতুন ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Samsung Galaxy A16 5G। যদিও সংস্থাটি এখনও এর লঞ্চের তারিখ জানায়নি। তবে মাইস্মার্টপ্রাইস সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইট থেকে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি জানতে পেরেছে।
3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে Samsung Galaxy A16 5G স্মার্টফোনে 4860mAh ব্যাটারি থাকবে, তবে প্রচারে 5000mAh ব্যাটারি আছে বলে জানানো হতে পারে। যদিও এছাড়া আর কোনো তথ্য সার্টিফিকেশন সাইট থেকে সামনে আসেনি।
তবে কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ফোনকে IMEI ডেটাবেসে দেখা যায়। এছাড়াও ডিভাইসটি জনপ্রিয় বেঞ্চমার্ক ওয়েবসাইট, গিকবেঞ্চেও উপস্থিত হয়েছে। জানা গেছে এটি এশিয়া ও আফ্রিকার কিছু দেশে এক্সিনস 1300 5জি চিপসেটের সাথে আসবে। আবার কিছু বাজারে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সাথে পাওয়া যাবে।
এক্সিনস প্রসেসরের মডেলটি গিকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে 967 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1971 পয়েন্ট অর্জন করেছে। আবার ডাইমেনসিটি ভ্যারিয়েন্টটি সিঙ্গেল কোর-টেস্টে 514 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1464 পয়েন্ট পেয়েছে।
সেক্ষেত্রে বলা যায় যে স্যামসাং গ্যালাক্সি এ16 5জি এর এক্সিনস প্রসেসর ভ্যারিয়েন্ট অধিক ভালো পারফরম্যান্স দেবে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।