শুধু 6 জিবি নয়, Samsung Galaxy A35 5G পাওয়া যাবে 8 জিবি র‌্যামের সাথে

By :  SUMAN
Update: 2024-02-14 18:18 GMT

Samsung Galaxy A35 5G শীঘ্রই বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটি বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে। ডিভাইসটি হালফিলে FCC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। আজ আবার Samsung Galaxy A35 5G ফোনকে গিকবেঞ্চের ডেটাবেসে খুঁজে পাওয়া গেল। এখান থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A35 5G ফোনকে দেখা গেল Geekbench -এ

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি স্মার্টফোনের মডেল নম্বর A356E। আর ফোনটি ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে আসবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই হ্যান্ডসেট গিকবেঞ্চ প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,০২০ ও ২,৯৭৩ পয়েন্ট অর্জন করেছে।

এর আগে সামনে এসেছিল যে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি মডেলে ২ গিগাহার্টজ ক্লিক রেটের চারটি কোর এবং ২,৪০ গিগাহার্টজ ক্লিক রেটের চারটি কোর সহ এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হতে পারে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভার্সন প্রি-ইনস্টলড থাকবে। আর এই আপকামিং হ্যান্ডসেটটি ৬ জিবি -এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট সহও আসবে।

প্রসঙ্গত, Samsung Galaxy A35 5G মডেলটি FCC সার্টিফিকেশন সাইট দ্বারাও অনুমোদিত হয়েছে। যার লিস্টিং নিশ্চিত করেছে, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া গত সপ্তাহে এই ফোনের একটি রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছিল। যেখানে ডিভাইসটি মোট তিনটি কালার বিকল্পে দেখা গেছে, যথা - অসাম আইসব্লু, অসাম লিলাক এবং অসাম নেভি।

শোনা যাচ্ছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Samsung Galaxy A55 5G মডেলের সাথে লঞ্চ হবে Samsung Galaxy A35 5G।

Tags:    

Similar News