বাজেটের মধ্যে 6000mAh ব্যাটারি ও 48MP ক্যামেরা, Samsung Galaxy M34 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল
দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung বর্তমানে ভারতে Galaxy M34 5G স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গত মাসে ডিভাইসটির আগমনের খবর টিজ করা হয়েছিল। ফলে খুব শীঘ্রই এদেশের বাজারে এটি আত্মপ্রকাশ করতে চলেছে বলে আশা করা হচ্ছে। তবে নিশ্চিত লঞ্চের তারিখ সামনে আসার আগেই অর্থাৎ আজ আলোচ্য স্মার্টফোনকে 'ফেডারেল কমিউনিকেশন কমিশন' (FCC) ডাটাবেসে উপস্থিত হতে দেখা গেল, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বিশ্ব বাজারেও এর লঞ্চের সময় ঘনিয়ে এসেছে।
FCC সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল Samsung Galaxy M34 5G
FCC সার্টিফিকেশন সাইটের তালিকা অনুসারে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনটি SM-M346B/DS মডেল নম্বর সহ আসবে। আর কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে ৫জি (5G) সংযোগ, ব্লুটুথ এবং ওয়াই-ফাই ৮০২.১১ বি/জিএন/এসি অপশন থাকবে বলেও নিশ্চিত করেছে এই লিস্টিং। উপরন্তু জানা যাচ্ছে, গ্যালাক্সি এম-সিরিজের এই লেটেস্ট ৫জি মডেলের রিটেল বক্সে একটি EP-TA800 চার্জার বান্ডিল হিসাবে দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
FCC সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M34 5G -এর ফিচার সম্পর্কে আপাতত এইটুকু তথ্যই উল্লেখ আছে। তবে বিগত কয়েকদিন যাবৎ ডিভাইসটির সম্ভাব্য ফিচার সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হতে দেখা গেছে। চলুন সেই এগুলি দেখে নেওয়া যাক…
Samsung Galaxy M34 5G -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
মনে করা হচ্ছে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনটি বিদ্যমান গ্যালাক্সি এ৩৪ ৫জি (Galaxy A34 5G) মডেলের প্রায় অনুরূপ ফিচার সহ আসবে। তবে এতে তুলনায় বড় অর্থাৎ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। আর পূর্বসূরি গ্যালাক্সি এম৩৩ ৫জি (Galaxy M33 5G) -এর তুলনায় উত্তরসূরিটি বড়সড় আপগ্রেড পাবে বলেও জানা গেছে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, Samsung Galaxy M34 5G স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির sAMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের ঠিক উপরেই একটি নচ বিদ্যমান থাকবে, যেখানে সেলফি সেন্সর অবস্থান করবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, ফ্রন্ট ক্যামেরাটির রেজোলিউশন ১৩ মেগাপিক্সেলের হবে। আর ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে।
উন্নত পারফরম্যান্স সরবারহের জন্য Galaxy M-সিরিজের এই ৫জি মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা বলে দাবি করা হয়েছে। আশা করা হচ্ছে যে, ফোনটিকে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হবে। এতে হয়তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম ইউজার ইন্টারফেস প্রিলোডেড থাকবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
দামের কথা বললে, যেহেতু পূর্বসূরির তুলনায় উত্তরসূরি Samsung Galaxy M34 5G ফোনে আরো উন্নত ডিসপ্লে এবং প্রসেসর থাকবে, সেহেতু এর দাম ভারতের বাজারে ২০,০০০ টাকা বা এর কাছাকাছি রাখা হতে পারে বলেই আমাদের অনুমান।