6000mah ব্যাটারির সঙ্গে অ্যান্টি-শেক ক্যামেরা, বাজেটের মধ্যে দারুণ ফোন আনছে Samsung

Update: 2023-07-05 04:42 GMT

স্যামসাং (Samsung) আগামী ৭ জুলাই ভারতে আনতে চলেছে তাদের নয়া M-সিরিজের স্মার্টফোন, যার নাম Galaxy M34 5G। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ইতিমধ্যেই প্রোমোশনাল টিজারের মাধ্যমে আসন্ন ডিভাইসটির বৈশিষ্ট্য প্রকাশ করেছে। তবে, স্মার্টফোনের হার্ডওয়্যার সম্পর্কিত বিবরণগুলি এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। যদিও এটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যার লিস্টিংটি এর পারফরম্যান্স সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে। আর এখন, Samsung Galaxy M34 5G গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সেখান কি কি তথ্য সামনে এসেছে, চলুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy M34 5G রাজির Google Play Console সাইটে

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি গুগল প্লে কনসোল-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে,ফোনটির ডিসপ্লে ১,০৮০ x ২,৩৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪২০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। ফোনটি ৬ জিবি র‍্যামের সাথে পাওয়া যাবে। গ্যালাক্সি এম৩৪ ৫জি-তে s5e8825 কোডনামের একটি অক্টা-কোর প্রসেসর থাকবে, যার মধ্যে ২.৪ গিগাহার্টজে রান করা দুটি কর্টেক্স-এ৭৮ কোর এবং ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি এ৫৫ কোর অন্তর্ভুক্ত রয়েছে।

চিপসেটটি গ্রাফিক্সের জন্য মালি জি৬৮ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে বলেও জানা গেছে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, গ্যালাক্সি এম৩৪ ৫জি স্যামসাংয়ের এক্সিনস ১২৮০ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া, আসন্ন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

জানিয়ে রাখি, গুগল প্লে কনসোল-এ প্রকাশিত স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি-এর তথ্যগুলি এর গিকবেঞ্চ তালিকার সাথেও মেলে। তবে এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্যামসাং ফোনটিকে ৬ জিবি ভ্যারিয়েন্টের পাশাপাশি, ৮ জিবি র‍্যাম বিকল্পেও পাওয়া যাবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এটির দাম ভারতের বাজারে ২১,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, Samsung Galaxy M34 5G-তে ওয়াটারড্রপ নচ সহ ৬.৪৬ ইঞ্চির সুপার-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে উল্লম্বভাবে সজ্জিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M34 5G-তে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। আগামী ৭ জুলাই Galaxy M34 5G সম্পর্কে অনুষ্ঠানিকভাবে সকল তথ্য প্রকাশিত হবে।

Tags:    

Similar News