Samsung হাল ছাড়ছে না, নিজস্ব প্রসেসর দিয়ে লঞ্চ করবে Galaxy S23 FE, দাম হবে সস্তা
স্যামসাং তাদের Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করার কয়েক মাস পর, এই লাইনআপের অধীনে একটি Fan Edition বা FE মডেল উন্মোচন করে থাকে। তবে গতবছর জানুয়ারি মাসে Galaxy S21 FE মডেলটি বাজারে আসার পর, এর উত্তরসূরি হিসাবে S22 FE হ্যান্ডসেটটি আর লঞ্চ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তাই মনে করা হচ্ছিল, স্যামসাং সম্ভবত তাদের FE লাইনআপটি বন্ধ করে দিয়েছে। তবে গত সপ্তাহে এই গুজবটি নাকচ করে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং চলতি বছরের শেষ ত্রৈমাসিকে নতুন প্রজন্মের Galaxy S23 FE ফোনটি লঞ্চ করবে। আর এখন অন্য একটি প্রতিবেদন থেকে এই ফোনের প্রসেসর ও প্রত্যাশিত দাম সম্পর্কে জানা গেছে। আসুন এটি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Samsung Galaxy S23 FE-এর প্রসেসর ও মূল্যের বিবরণ
মায়েইল বিজনেস-এর রিপোর্ট অনুযায়ী, নতুন গ্যালাক্সি এস২৩ এফই-এর সাথে স্যামসাং তাদের ইন-হাউস এক্সিনস ২২০০ চিপসেটটি পুনরায় চালু করতে চলেছে। জানিয়ে রাখি, ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২২ সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি এই এক্সিনস চিপসেটের সাথে লঞ্চ হয়। কিন্তু এটি পরবর্তীকালে তার খারাপ পারফরম্যান্স এবং দুর্বল দক্ষতার জন্য ক্রেতাদের কাছে খুবই নিন্দিত হয়েছে। তাই আর কোনও স্যামসাং ডিভাইসে এটি ব্যবহার করা হয়নি। তবে রিপোর্টে বলা হয়েছে যে, স্যামসাং ডিজাইন পরিবর্তন করে এক্সিনস ২২০০-কে উন্নত করার চেষ্টা করছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই হবে প্রথম স্মার্টফোন, যা এই চিপের নতুন সংস্করণটির সাথে আসবে।
এছাড়াও জানা গেছে যে, দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৩ এফই-এর দাম হবে প্রায় ৮,০০,০০০ ওন (আনুমানিক ৫০,০০০ টাকা)। যদি এটি সত্য হয়, তাহলে ফোনটি গ্যালাক্সি এস২১ এফই-এর থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৮,২১৫ টাকা সস্তা হবে। এই নয়া এফই মডেলটির ক্ষেত্রে কোম্পানি যদি সফল হয়, তাহলে হ্যান্ডসেটটির প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি ইউনিট বিক্রি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগের রিপোর্ট অনুযায়ী, Galaxy S23 FE একটি আপগ্রেডেড ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আসবে। তবে, এটিতে পূর্বসূরির মতো ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একই ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ফোনটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি মেমরি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে।