Samsung Galaxy S25, Galaxy S25+ ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে আনল 3C সার্টিফিকেশন

By :  ANKITA
Update: 2024-09-20 06:15 GMT

এই মাসের শুরুতে Samsung Galaxy S25 Ultra চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। জানা গিয়েছিল, এই ডিভাইসে ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এখন আবার এই সিরিজের Samsung Galaxy S25 ও Galaxy S25+ এই সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হল। আসুন এখান থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 ও Galaxy S25+ পেল 3C সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন

3C এর ডেটাবেসে Samsung Galaxy S25 ফোনটি SM-S9310 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর SM-9360 মডেল নম্বরের সাথে উপস্থিত হওয়া Samsung Galaxy S25+ ডিভাইসটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

অর্থাৎ সার্টিফিকেশন সাইট থেকে নিশ্চিত যে, এবছরের মতো আগামী বছরেও স্যামসাং গ্যালাক্সি এস২৫ ও গ্যালাক্সি এস২৫ প্লাস একই চার্জিং ক্যাপাসিটি সহ লঞ্চ হবে। আর স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের মতো গ্যালাক্সি এস২৫ সিরিজের সাথেও চার্জার দেওয়া হবে না বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন : Samsung Galaxy S25 সিরিজের সমস্ত ফোনে থাকবে অসীম শক্তিশালী Snapdragon 8 Gen 4 প্রসেসর

এদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ডিভাইসে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ৪,৯০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস। আর গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তিনটি ডিভাইসেই ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। আর এই সিরিজ স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করবে।

আরও পড়ুন : ১২ হাজার টাকার কমে Samsung, Realme, Nokia, IQOO এর সেরা 5G স্মার্টফোন দেখে নিন

আবার Samsung Galaxy S25 সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর সহ আসবে বলে জানা গেছে।২০২৫ সালের শুরুতেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News