Samsung Galaxy S25 Slim: স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে বড় পরিবর্তন, আসছে নতুন স্লিম মডেল

Samsung Galaxy S25 Slim - স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলটি আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে। যেখানে জানুয়ারিতে বাজারে আসবে সাধারণ গ্যালাক্সি এস২৫ সিরিজ।

Update: 2024-11-01 14:30 GMT

আগামী বছরের শুরুতে বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এই সিরিজের অধীনে একটি বেস মডেল, একটি প্লাস মডেল ও একটি আল্ট্রা মডেল থাকবে। তবে রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এস২৫ সিরিজের অধীনে একটি স্লিম (Slim) মডেলও আসবে। উল্লেখ্য, অ্যাপল আগামী বছরের আইফোন ১৭ সিরিজের অধীনে স্লিম বা এয়ার মডেল আনবে বলে শোনা যাচ্ছে। হয়তো এই ফোনকে টেক্কা দিতেই সমস্যা স্লিম মডেল লঞ্চ করার চিন্তাভাবনা করছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের অধীনে আসবে স্লিম মডেল

ইন্ডাস্ট্রির সূত্র মারফত জানা গেছে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের স্লিম মডেলের ডিজাইন সদ্য বাজারে আসা গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্পেশাল এডিশন এর মতো হবে। ফ্যানদের চাহিদা মেটাতেই এই নতুন মডেল আনা হবে। যদি ডিভাইসটি ব্যাপক সাড়া পায় তাহলে ২০২৬ সালে লঞ্চ হতে চলা গ্যালাক্সি এস২৬ সিরিজের অধীনেও চারটি মডেল বাজারে আসতে পারে।

প্রসঙ্গত, এখন যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের ফোন ভালো পারফরম্যান্স দেয়, তাই ডিভাইসগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন। আর উত্তরসূরি মডেলগুলিও আহামরি আপগ্রেড সহ আসছে না। যেকারণে স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন ডিজাইনের দিকেও নজর দিচ্ছে। অ্যাপলকেও আমরা এবছর ক্যামেরা মডিউলের ডিজাইনে পরিবর্তন আনতে দেখেছি। এছাড়া আইফোন ১৭ সিরিজের অধীনে স্লিম বা এয়ার মডেল আসতে বলে রিপোর্ট সামনে এসেছে। সেক্ষেত্রে বলা যায়, আগামী কয়েক বছরে নতুন নতুন ডিজাইন সহ ফোন লঞ্চ হতে আমরা দেখতে পারি।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম আলাদা ভাবে লঞ্চ হবে?

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলটি আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে। যেখানে জানুয়ারিতে বাজারে আসবে সাধারণ গ্যালাক্সি এস২৫ সিরিজ। সম্ভবত স্যামসাং সাধারণ গ্যালাক্সি এস সিরিজের ফোনের বিক্রি একইরকম রাখতে এবং দ্বিতীয় কোয়ার্টারে নতুন স্মার্টফোন লঞ্চ করে বিক্রির পরিসংখ্যান ধরে রাখতে এই কৌশল অবলম্বন করছে।

যদিও স্যামসাংয়ের তরফে এখন স্লিম মডেল নিয়ে কিছু জানানো হয়নি। আর স্লিম হওয়ার কারণে এর ডিসপ্লে ও ব্যাটারি সহ অন্যান্য কম্পোনেন্টে পরিবর্তন আনতে হবে। এরপর ডিভাইসটি কতটা ভালো পারফরম্যান্স দেবে তা সময়ই বলবে।

Tags:    

Similar News