সব স্মার্টফোনকে দেবে টক্কর, সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে AI ফোন লঞ্চ করল Tecno
টেকনো ভারতে সস্তায় নিয়ে এল AI ফিচার্স যুক্ত দুর্দান্ত স্মার্টফোন। সংস্থার তরফে Tecno Pova 6 Neo 5G লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি তিনটি কালার অপশন ও দু'টি র্যাম ও স্টোরেজ অপশনে এসেছে। MediaTek Dimensity 6300 প্রসেসর সহ ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে এতে। Tecno Pova 6 Neo 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, IP64 ওয়াটার রেজিট্যান্স এবং ডলবি এটমোস সাউন্ড উল্লেখযোগ্য।
Tecno Pova 6 Neo 5G স্পেসিফিকেশন ও দাম
টেকনো পোভা ৬ নিও ৫জি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর হাইওএস ১৪ ভার্সনে রান করে। এতে ৬.৬৭ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ফোনটিকে শক্তি জোগায়। ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।
আবার অনবোর্ড মেমরি ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম হিসাবে ব্যবহার করা যাবে। সঙ্গে ১ টেরাবাইটের মেমরি এক্সপ্যানশনের সুবিধা থাকছে। ফোনটির পিছনে AI সমর্থিত ৩x ইন-সেন্সর জুম সহ একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনে ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। রিয়ার ক্যামেরাটি সুপার নাইট মোড, টাইম-ল্যাপস, ভ্লগ এবং ডুয়াল ভিডিও সহ বেশ কিছু ফটোগ্রাফি মোড সাপোর্ট করে।
আরও পড়ুন : ৪৫০০ টাকা সস্তা হল ডুয়েল সেলফি ক্যামেরার Xiaomi 14 Civi
এছাড়া, টেকনো পোভা ৬ নিও ৫জি এআইজিসি পোর্ট্রেট, এআই ম্যাজিক ইরেজার, এআই কাটআউট, এআই ওয়ালপেপার, এআই আর্টবোর্ড এবং আস্ক এআই সহ একঝাঁক AI বৈশিষ্ট্য অফার করে। ডিভাইসটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন : পার্থক্য মাত্র 2 টাকার, BSNL এর এই দুই প্ল্যান রিচার্জ করার আগে বেনিফিট না দেখলে ঠকবেন
Tecno Pova 6 Neo 5G ভারতে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা। ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ১,০০০ টাকা এক্সচেঞ্জ অফার দিয়ে ফোনটি আরও সস্তায় কেনা যাবে। ১৪ সেপ্টেম্বর থেকে আমাজন ও বিভিন্ন রিটেল স্টোরে সেল শুরু হবে।