১৫ হাজার টাকার কমে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই 5G মোবাইল ফোনগুলি, রেডমি, স্যামসাং আছে তালিকায়

By :  SUPARNA
Update: 2022-10-28 14:37 GMT

ভারতে ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক রোল আউট হয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা যদি সস্তায় একটি পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটি যুক্ত হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনাদের জন্যই। কেননা আজ আমরা ভারতীয় বাজারে বিদ্যমান Samsung, Redmi, Oppo, Motorola এবং Poco ব্র্যান্ডিংয়ের এমন ৫টি সেরা 5G-এনাবল স্মার্টফোনের খোঁজ দেব, যেগুলিকে ১৫,০০০ টাকারও কম খরচ করে পকেটস্থ করতে পারবেন। চলুন উল্লেখিত সংস্থাগুলির 5G স্মার্টফোনগুলির দাম ও ফিচার দেখে নেওয়া যাক এবার…

১৫,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy F23 5G : স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সংস্থার অফিসিয়াল সাইটে ১৩,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। অফার হিসাবে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

ফিচার : Samsung Galaxy F23 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান আছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্যামসাং আনীত এই ৫জি ফোনে আর পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে।

Redmi 11 Prime 5G : রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে Amazon India -তে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।

ফিচার : Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার রয়েছে)। ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে সহ এসেছে। Redmi 11 Prime 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A74 : ২০,৯৯০ টাকা দামের ওপ্পো এ৭৪ ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ১৪,৯৯০ টাকায় Amazon India -তে বিক্রি করা হচ্ছে।

ফিচার : Oppo A74 5G স্মার্টফোন, একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি LCD ডিসপ্লে সহ এসেছে। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে। ওপ্পোর এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যাবে। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, ডিসপ্লের উপরিভাগে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Moto G51 5G : মোটো জি৫১ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজকে Flipkart -এর মাধ্যমে আপনারা ১২,২৪৯ টাকায় কিনতে পারবেন।

ফিচার : ডুয়েল সিমের Moto G51 5G ফোনে রয়েছে, একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য উক্ত ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিন দ্বারা চালিত। ছবি তোলার জন্য উক্ত হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+৮+২ মেগাপিক্সেল) এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য মোটো জি৫১ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ২০ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করে।

Poco M4 5G : পোকো এম৪ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজকে ১৩,১৩৯ টাকার বিনিময়ে কেনা যাবে।

ফিচার : Poco M4 5G ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটি আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ ও অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য আলোচ্য মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পোকো এম৪ ৫জি ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News