Vivo S20 Pro লঞ্চের দোড়গোড়ায় পৌঁছে গেল, 90W চার্জিং সহ থাকবে এই প্রিমিয়াম প্রসেসর

Vivo S20 Pro Spotted 3C Certification - সম্প্রতি V2430A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। চীনে লঞ্চ হওয়া সমস্ত ফোনকে কোয়ালিটি টেস্টের জন্য বাধ্যতামূলকভাবে এই সাইটে উপস্থিত হতে হয়। আর এই মডেল নম্বর ভিভো এস২০ প্রো স্মার্টফোনের।

Update: 2024-11-09 04:02 GMT

ভিভো তাদের নতুন এস সিরিজ Vivo S20 লঞ্চের জন্য প্রস্তুত নিচ্ছে। কয়েকদিন আগে এই সিরিজের লঞ্চের সময় জানা গিয়েছিল। আজ আবার এক টিপস্টার এই সিরিজের Vivo S20 Pro মডেলের বিশেষ কিছু ফিচার ফাঁস করেছেন। পাশাপাশি এই ফোনটিকে চীনের 3C সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে। সেখান থেকে চার্জিং স্পিড ক্ষমতা জানা গেছে। আসুন Vivo S20 Pro সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

সম্প্রতি V2430A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। চীনে লঞ্চ হওয়া সমস্ত ফোনকে কোয়ালিটি টেস্টের জন্য বাধ্যতামূলকভাবে এই সাইটে উপস্থিত হতে হয়। আর এই মডেল নম্বর ভিভো এস২০ প্রো স্মার্টফোনের। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এই ডিভাইসটি ৫জি কানেক্টিভিটি সহ আসবে। আর এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo S20 Pro এর অন্যান্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, ভিভো এস২০ প্রো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। আর বেস মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। আবার প্রো মডেলে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লের চারপাশে কার্ভড এজ দেখা যাবে, ফলে ভালো ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এদিকে ক্যামেরার কথা বললে, পূর্বসূরির থেকে সামান্য আপগ্রেড সহ আসবে ভিভো এস২০ প্রো। এতে ৩এক্স অপটিক্যাল জুম পেরিস্কোপ লেন্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। যেখানে একই প্রাইমারি সেন্সর সহ এস১৯ মডেলে ২এক্স অপটিক্যাল জুম পেরিস্কোপ লেন্স ছিল। এছাড়া ব্যাটারি ক্যাপাসিটিও বাড়ানো হবে। তবে ক্যাপাসিটি টিপস্টার বলেননি। তবে ভিভো এক্স২০০ সিরিজের মতো এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ভিভো এস২০ প্রো পাতলা বডি সহ আসবে। এর আগেও আমরা এই সিরিজের অধীনে পাতলা ফোন লঞ্চ হতে দেখেছি।

Tags:    

Similar News