সামনে-পিছনে মনের মতো ক্যামেরা, চমৎকার ফোন আনছে Vivo, লঞ্চের আগেই দাম ফাঁস
Vivo V40 Lite 5G সম্প্রতি স্পেনে লঞ্চ হয়েছে। সংস্থা এখনও কিছু ঘোষণা না করলেও স্মার্টফোনটি খুব শীঘ্রই আরও দেশে পা রাখবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু 5G নয়, ডিভাইসটির 4G ভ্যারিয়েন্ট আনার তোড়জোড় শুরু করেছে সংস্থা। লঞ্চের আগে এখন Vivo V40 Lite সিরিজের ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম ফাঁস হয়ে গিয়েছে।
ডিজাইন
রিপোর্ট অনুযায়ী, Vivo V40 Lite 5G ও Vivo V40 Lite 4G একই ডিজাইন অফার করবে। তবে ফাঁস হওয়া ছবি ইঙ্গিত দিচ্ছে, স্পেনে লঞ্চ করা মডেলের থেকে আলাদা দেখতে হবে Vivo V40 Lite 5G গ্লোবাল ভ্যারিয়েন্ট। 4G ভার্সন ভায়োলেট ও সিলভার কালারে আসবে। অন্যদিকে, 5G মডেলে এই দুই অপশন ছাড়াও কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকবে।
আরও পড়ুন : পেট্রল গাড়ি ভুলে যাবেন, 33 কিমি মাইলেজ নিয়ে লঞ্চ হল নতুন Maruti Swift CNG
স্পেসিফিকেশন ও দাম
Vivo V40 Lite 5G মডেলের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ মেইন ক্যামেরা থাকবে। এবং সামনে সেলফি ও ভিডিয়ো কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। অন্যদিকে, Vivo V40 Lite 4G-এর সামনেও ৩২ মেগাপিক্সেল ও পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। দুই ফোনই ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং AI পোট্রেট ক্যামেরা অফার করবে।
আরও পড়ুন : ভাল ছবি ওঠে না বলে মন খারাপ? আর চিন্তা নেই, দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo T3 Ultra
দামের কথা বললে, Vivo V40 Lite 4G এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হবে ৩,২৯৯ আরপি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮,০০০ টাকা। আর 5G সংস্করণের দাম ৪,২৯৯ আরপি উল্লেখ করা হয়েছে, যা ২৪,০০০ টাকার সমান। এই ফোন দু'টি ভারতেও আসতে পারে। জানিয়ে রাখি, আজ দেশের বাজারে Vivo T3 Ultra লঞ্চ হয়েছে।