পুজোয় নতুন ফোন নেবেন, জেনে নিন Vivo V40 Pro ও OnePlus 12R-এর মধ্যে সেরা কোনটা
প্রায় সম মূল্যের স্মার্টফোন, Vivo V40 Pro নাকি OnePlus 12R - কোন ফোনটিকে বেছে নেবেন তাই নিয়ে ধন্ধে রয়েছেন? এই নিবন্ধে রইলো তার উত্তর।
স্মার্টফোনের মার্কেটে প্রতিযোগিতা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। ব্র্যান্ডগুলি গ্রাহকদের ‘ভ্যালু ফর মানি’ ডিভাইস অফার করার জন্য অবিরত কাজ করেছে৷ এই মুহূর্তে বাজারে বিদ্যমান এই ধরনের দুটি প্রতিযোগী ডিভাইস হল Vivo V40 Pro এবং OnePlus 12R। উভয় হ্যান্ডসেটই আকর্ষনীয় বৈশিষ্ট্যে পরিপূর্ণ। এই নিবন্ধের দুটি ডিভাইসকে নিয়ে তুলনামূলক আলোচনা করা হল, যাতে ক্রেতারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের জন্য কোন মডেলটি উপযুক্ত হবে।
Vivo V40 Pro এবং OnePlus 12R: তুলনা
ভিভো ভি৪০ প্রো এবং ওয়ানপ্লাস ১২আর উভয়ই প্রিমিয়াম ডিজাইন অফার করে, তবে এগুলি কিছুটা আলাদা নান্দনিকতার সাথে আসে। ভিভো ভি৪০ প্রো স্লিম এবং লাইটওয়েট, যার পরিমাপ ১৬৪.৪ x ৭৫.১ x ৭.৬ মিলিমিটার এবং ওজন ১৯২ গ্রাম। এটির সামনে এবং পিছনে একটি গ্লাস প্যানেল, একটি মসৃণ, হাই-এন্ড অনুভূতি প্রদান করে এবং এটি আইপি৬৮/আইপি৬৯ সার্টিফায়েড, ধুলো ও জলের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে।
আরও পড়ুন : পকেট ফ্রেন্ডলি দামে সুন্দর ফোন আনছে Samsung, থাকবে ট্রিপল ক্যামেরা
অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর কিছুটা বড়, এর পরিমাপ ১৬৩.৩ x ৭৫.৩ x ৪.৪ মিলিমিটার এবং ওজন ২০৭ গ্রাম। এটিরও সামনে এবং পিছনে গ্লাস রয়েছে তবে আরও টেকসই অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গরিলা গ্লাস ভিকটাস ২ -এর সুরক্ষা রয়েছে। ওয়ানপ্লাস ১২আর হল আইপি৬৪ সার্টিফায়েড, যা ধুলো ও জলের বিরুদ্ধে মৌলিক সুরক্ষা প্রদান করে।
Vivo V40 Pro হালকা এবং পাতলা, যা তাদের কাছে আবেদন করতে পারে যারা বেশি মিনিমালিস্ট ডিজাইন পছন্দ করেন। তবে, OnePlus 12R একটি শক্তিশালী ফ্রেম এবং উচ্চতর গ্লাসের সুরক্ষা সহ আরও রাগড বিল্ড অফার করে। এটি যাদের ডিভাইস হাত থেকে ফেলে দেওয়ার প্রবণতা রয়েছে তাদের জন্য এবং প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য ভাল অপশন করে তোলে।
আরও পড়ুন : ভারতে iPhone এর দাম গত চার বছরে অনেক কমেছে, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
যারা টপ-নোচ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সহ একটি পাতলা, হালকা ওজনের ফোন পছন্দ, তাদের জন্য Vivo V40 Pro উপযুক্ত। তবে যাদের উচ্চতর ড্রপ রেজিস্ট্যান্স সহ একটি শক্তিশালী ডিভাইসের প্রয়োজন হয়, তাদের জন্য OnePlus 12R হল আরও ভাল বিকল্প।