পুজোর মুখেই Vivo V40e 5G এর গ্র্যান্ড এন্ট্রি ভারতে, লঞ্চের তারিখ ও ফিচার সহ দাম প্রকাশ্যে
অপেক্ষার অবসান! আগামী ২৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V40e 5G স্মার্টফোন। আজ ভিভো ইন্ডিয়ার তরফে এই ডিভাইসটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এটি Vivo V40 সিরিজের নতুন সংযোজন হবে। ফোনটি প্রিমিয়াম ডিজাইনের সাথে আসবে। আবার Vivo V40e 5G স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Vivo V40e 5G এর সম্ভাব্য দাম
Vivo V40e 5G মিডরেঞ্জ ভারতে লঞ্চ হবে। এর দাম রাখা হতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। তবে ফেস্টিভ সেল চলাকালীন ফোনটি বিশেষ অফারসহ পাওয়া যাবে। এটি মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ কালার অপশনে আসবে।
Vivo V40e 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ভিভো ভি৪০ই ৫জি এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭-ইঞ্চি কার্ভড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য ভিভো ভি৪০ই ৫জি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস স্কিনে চলবে।
আরও পড়ুন: ক্যামেরায় মুগ্ধ করবে Vivo X200, লঞ্চের আগেই মুন মোডের ছবি প্রকাশ করল ভিভো
ক্যামেরার কথা বললে, ভিভো ভি৪০ই ৫জি এর ব্যাক প্যানেলে জেইআইএসএস টিউনড ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আসন্ন ডিভাইস অত্যন্ত হালকা হবে। এর ওজন হবে ১৮৩ গ্রাম।