ক্যামেরায় মুগ্ধ করবে Vivo X200, লঞ্চের আগেই মুন মোডের ছবি প্রকাশ করল ভিভো
Vivo আগামী ১৪ অক্টোবর তাদের ফ্ল্যাগশিপ ফোন Vivo X200 লঞ্চ করতে চলেছে। বলার অপেক্ষা রাখে না যে, অন্যান্য এক্স সিরিজের স্মার্টফোনের মতো আসন্ন এই ডিভাইসের ক্যামেরাও ফ্যানদের মন জয় করে নেবে। ভিভোর প্রোডাক্ট ম্যানেজারও সম্প্রতি এই ফোনের টেলিফটো ক্যামেরার সক্ষমতা প্রকাশ করে সেই দাবি আরও জোরালো করলেন। পাশাপাশি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, Vivo X200 ডিভাইসের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন।
Vivo X200 এর ক্যামেরা স্যাম্পেল প্রকাশ্যে এল
ভিভোর প্রোডাক্ট ম্যানেজার সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি চাঁদের ছবি শেয়ার করেছে। যেখানে চাঁদকে বাড়ির খুব কাছে মনে হচ্ছে। তিনি জানিয়েছেন, ভিভো এক্স২০০ ফোনের 'মুন মোড' এর নির্দশন এই ছবি। এটি টেলিফটো লেন্সের মাধ্যমে ১০এক্স জুম করে তোলা হয়েছে।
Vivo X200 এর ক্যামেরা ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, ভিভো এক্স২০০ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার মধ্যে থাকবে এফ/১.৫৭ অ্যাপারচার সহ সনি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর, স্যামসাং জেএন১ আল্ট্রা ওয়াইড লেন্স ও সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় ১০এক্স হাইব্রিড জুম সাপোর্ট করবে।
আরও পড়ুন: Redmi ও Poco আনছে দুই নতুন 5G ফোন, প্রসেসরে দেখতে পাবেন বড় সারপ্রাইজ
রিপোর্ট অনুযায়ী, আসন্ন Vivo X200 ফোনে ৬.৭৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে। আর এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিনে চলবে। এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।