সেরা ক্যামেরার সঙ্গে দুর্দান্ত কম্প্যাক্ট স্মার্টফোন আনছে Vivo, লঞ্চ হবে অক্টোবরে
Vivo X200 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ই অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বছর ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একটি নতুন কম্প্যাক্ট মডেল অর্ন্তভুক্ত থাকবে, যার নাম Vivo X200 Mini। এই ডিভাইসটির ক্যামেরা স্পেসিফিকেশন এবার ফাঁস হয়ে গিয়েছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Vivo X200 Mini ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। মেইন ক্যামেরাটি ওয়াইড এফ/১.৫৭ অ্যাপারচার সহ ১/১.২৮ ইঞ্চি সাইজের Sony IMX06C সেন্সর হবে। এটি সনির নতুন ক্যামেরা সেন্সর বলে মনে করা হচ্ছে এবং বিশদ তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই।
Vivo X200 সিরিজের সঙ্গে সনির নতুন ক্যামেরা সেন্সরটি আত্মপ্রকাশ করতে চলেছে। প্রাইমারি ক্যামেরার সঙ্গে লার্জ ল্যান্ডস্কেপ ও গ্রুপ ফটোর জন্য একটি ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে। এছাড়া, তৃতীয় ক্যামেরা হিসাবে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে। এটি ১০x হাইব্রিড জুম অফার করবে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Vivo X200 Mini স্মার্টফোনে Dimensity 9400 চিপসেট, ৫৫০০ বা ৫৬০০ এমএএইচ ব্যাটারি, ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, শর্ট ফোকাস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।