Vivo Phone: ছবি উঠবে সেরা, 200MP ও 50MP ক্যামেরার যুগলবন্দি ভিভোর ফোনে
ভিভো অক্টোবরের মধ্যে এক্স২০০ সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ লাইনআপ সম্পর্কিত একাধিক তথ্য সামনে এসেছে। গত সপ্তাহে একটি সূত্র ভিভো এক্স২০০ প্রো মডেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার বিবরণ ফাঁস করেছিল। এখন আবার সেখান থেকেই ফোনটির প্রাইমারি ক্যামেরার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এতে সনির নতুন কাস্টম সেন্সর থাকবে বলে দাবি করা হয়েছে।
ভিভো এক্স২০০ প্রো প্রাইমারি ক্যামেরা
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো পোস্টে নির্দিষ্ট করে ফোনের নাম উল্লেখ করেনি। তবে কমেন্ট সেকশন দেখে স্পষ্ট, ভিভো এক্স২০০ প্রো ফোনের কথাই বলা হয়েছে। এতে কাস্টমাইজড সনি ক্যামেরা থাকতে পারে। এটি একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যার সেন্সর সাইজ ১/১.২৮ ইঞ্চি ও অ্যাপারচার এফ/১.৫৭।
জানিয়ে রাখি, গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ প্রো'তে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ মেইন ক্যামেরা রয়েছে। সেই তুলনায় এক্স২০০ প্রো ছোট প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসতে পারে বলে দেখা যাচ্ছে। তবে হাই-কোয়ালিটি সেন্সর ও অ্যাপারচার স্পেসিফিকেশন অসাধারণ লো-লাইট পারফরম্যান্স ও ডেপ্থ অফ ফিল্ড কন্ট্রোলের দিকে ইঙ্গিত দেয়।
আগের বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ভিভো এক্স২০০ প্রো একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে আসতে পারে। সিরিজটিতে ট্রু-টিসিজি এইচডিআর টেকনোলজি, নিজস্ব ভিসিএস ৩.০ এবং ভিভো ইমেজিং চিপের ফার্স্ট জেনারেশন থাকতে পারে। এর ফলে নাইট ফটোগ্রাফি, ব্যাকলিট পোট্রেট শুটিং, ও টেলিফটো ক্যামেরায় উন্নতি লক্ষ্য করা যাবে।