Vivo X200 Bluetooth SIG: ভিভো এক্স২০০ জলদি গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা সহ আছে OLED ডিসপ্লে

Vivo X200 Bluetooth SIG - ভিভো এক্স২০০ আজ V2415 মডেল নম্বর সহ ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়। জানা গেছে এতে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি থাকবে।

Update: 2024-11-04 18:18 GMT

ভিভো এক্স২০০ সিরিজ গত মাসে চীনে লঞ্চ হয়েছিল। শীঘ্রই এবার এই সিরিজের গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে। আসলে আজ ভিভো এক্স২০০ কে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। কয়েকদিন আগে আবার ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো তাইওয়ানের এনসিসি ও মালয়েশিয়ায় এসআইআরআইএম সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। ফলে বলা যায় যে, ডিভাইসগুলি এবার চীনের বাইরে পা রাখতে চলেছে। উল্লেখ্য, ভিভো এক্স২০০ সিরিজ ২০২৪ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে বলে এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল।

Vivo X200 উপস্থিত হল ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে

ভিভো এক্স২০০ আজ V2415 মডেল নম্বর সহ ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়। জানা গেছে এতে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি থাকবে। দাটেকআউটলুক ডিভাইসটিকে এখানে খুঁজে পায়। যদিও এই সার্টিফিকেশন সাইট থেকে ভিভোর এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন বা অন্যান্য তথ্য সামনে আসেনি। তবে যেহেতু ডিভাইসটি আগে চীনে লঞ্চ হয়েছে তাই এর বৈশিষ্ট্য আমাদের জানা।

ভিভো এক্স২০০: স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো এক্স২০০ স্মার্টফোনের সামনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কার্ভড কোয়াড এলটিপিএস ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে। আর এই ডিসপ্লে ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য এই ডিভাইসে আইপি৬৮/আইপি৬৯ রেটিং আছে।

চীনে ভিভো এক্স২০০ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস কাস্টম স্কিনে চলে। আর ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভিভো এক্স২০০ এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Tags:    

Similar News