বাতিল হল Vivo X80 Pro+ ফোনের লঞ্চ, দ্রুত বাজারে আসছে Vivo X90 Pro+

Update: 2022-09-27 06:06 GMT

গত এপ্রিল মাসে চীনের বাজারে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) লঞ্চ করে তাদের ফ্ল্যাগশিপ X80 সিরিজের হ্যান্ডসেটগুলি। এই সিরিজ অধীনস্থ Vivo X80 এবং X80 Pro মডেল দুটি হোম মার্কেটের পর ভারত তথা বিশ্ববাজারেও উন্মোচিত হয়েছে। আর চলতি মাসে এই লাইনআপে Vivo X80 Lite নামে আরেকটি নতুন মডেলও যুক্ত হয়েছে। পাশাপাশি গত আগস্টে এক প্রকাশনা তাদের একটি রিপোর্টে দাবি করেছিল যে, ভিভো Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দ্বারা চালিত নয়া Vivo X80 Pro+ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির ওপর কাজ করছে, যা শীঘ্রই বাজারে পা রাখতে পারে। তবে, এখন ওই প্রকাশনাটিই একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যা দাবি করে যে, সংস্থা দ্বারা Vivo X80 Pro+ মডেলটি বাতিল করা হয়েছে।

ফ্ল্যাগশিপ Vivo X80 Pro+ আসছে না বাজারে

জিএসএমএরিনা (GSMArena)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, চীনে নতুন ভিভো এক্স ফোল্ড প্লাস ফোল্ডেবল হ্যান্ডসেটটির লঞ্চ ইভেন্টের পরে ভিভোর এক প্রতিনিধি নিশ্চিত করে যে, এক্স৮০ প্রো প্লাস মডেলটি বাতিল করা হয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, কোম্পানি শীঘ্রই পরবর্তী প্রজন্মের এক্স৯০-সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো এক্স৯০ প্রো প্লাস এবছরের শেষ নাগাদ আত্মপ্রকাশ করতে পারে। এই ডিভাইসটি ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স সম্প্রতি এক্স৯০ প্রো প্লাস-এর কিছু মূল বিবরণ প্রকাশ করেছেন।

ভিভো এক্স৯০ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Vivo X90 Pro+ Expected Specifications

ভিভো এক্স৯০ প্রো প্লাস অ্যামোলেড ই৬ (AMOLED E6) ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও, ডিসপ্লেটির আকার এবং রেজোলিউশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সম্ভাবনা রয়েছে যে, এটি কোয়াড এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। ভিভো এক্স৯০ প্রো প্লাস আপকামিং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে, যা আগামী নভেম্বর মাসে আয়োজিত স্ন্যাপড্রাগন সামিটে লঞ্চ করতে পারে চিপ মেকার কোয়ালকম। এই প্রসেসরের সাথে থাকবে লেটেস্ট টেকনোলজি, যেমন এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা এবং ৫× অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে।

উল্লেখ্য, Vivo X90 Pro+-এর সাথে Vivo X90 এবং X90 Pro মডেলগুলি একসাথে লঞ্চ হতে পারে। বর্তমানে, X90-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। তবে, X90 Pro স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ১০০ ওয়াট চার্জিং এবং একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি অফার করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News