অ্যামোলেড ডিসপ্লে সহ 64MP OIS ক্যামেরা, আকর্ষণীয় বৈশিষ্ট্যে মন মাতাবে Vivo Y200

Update: 2023-10-11 14:37 GMT

ভিভো (Vivo) একটি নতুন মিড-রেঞ্জের স্মার্টফোন মডেলের ওপর কাজ বলে জানা গেছে, এই ডিভাইসটির নাম Vivo Y200। ফোনটিকে ইতিমধ্যেই ভারতে লঞ্চের জন্য টিজ করা হয়েছে। এছাড়াও কিছু সূত্রে ফোনটির সম্পর্কে একাধিক তথ্যও ফাঁস হয়েছে। আর এখন Vivo Y200-কে গুগল প্লে কনসোল (Google Play Console)-এ দেখা গেছে, যা থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ হয়েছে। আসুন লঞ্চের আগে আপকামিং ভিভো ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Vivo Y200 হাজির হয়েছে Google Play Console-এর ডেটাবেসে

V2307 মডেল নম্বর সহ ভিভো ওয়াই২০০ ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সম্প্রতি একটি সূত্র মারফৎ এর ডিজাইনের আভাস পাওয়া গিয়েছিল, তবে এখন ফোনটির যথাযথ রেন্ডার প্রকাশ্যে এসেছে। রেন্ডার অনুযায়ী, ওয়াই২০০-এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যা রিং অরা এলইডি লাইটের সাথে যুক্ত। রিয়ার প্যানেলটির প্রান্তগুলিও কার্ভড। সামনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল সেলফি ক্যামেরা কাটআউট থাকবে এবং উভয় পাশে কার্ভড এজ দেখা যাবে।

সম্প্রতি, ভিভো ওয়াই২০০-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন ট্রেনিং মেটিরিয়ালের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর পরে, ভিভো আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটিকে তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে টিজ করে। জানা যাচ্ছে, ভিভো ওয়াই২০০ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বোচ্চ ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ভিভো হ্যান্ডসেটটিকে গুগল প্লে কনসোলে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করতে দেখা গেছে। তবে অনুমান করা হচ্ছে, লঞ্চের সময় এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ (FuntouchOS 13) কাস্টম স্কিনে রান করবে।

এছাড়া আগের রিপোর্টের ভিত্তিতে, Vivo Y200-তে লম্বা ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। আর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। প্রধান সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করতে পারে। Vivo Y200-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Tags:    

Similar News