গিকবঞ্চ থেকে ফাঁস Vivo Y200e 5G-এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে খুব শীঘ্রই

Update: 2024-01-24 05:45 GMT

Vivo Y200 গত বছর অক্টোবর মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শোনা যাচ্ছে যে Y200 সিরিজের আরেকটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থা, যা Vivo Y200e নামে আত্মপ্রকাশ করবে। ফোনটিকে গতকাল ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আর এখন সেটি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ উপস্থিত হয়েছে, যা Vivo Y200e-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Vivo Y200e-এ Geekbench-এ হাজির হয়েছে

৯১মোবাইলস-এর রিপোর্ট অনুযায়ী, V2336 মডেল নম্বর সহ ভিভো ওয়াই২০০ই ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। একই মডেল নম্বর সহ ডিভাইসটিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। ফলে ফোনটি খুব শীঘ্রই বাজারে আসবে বলে নিশ্চিত হওয়া যায়।

গিকবেঞ্চ লিস্টিংটি নিশ্চিত করেছে যে, ভিভো ওয়াই২০০ই ফোনটি ৫জি নেটওয়ার্কিং সাপোর্ট করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। এতে ৮ জিবি র‍্যাম মিলবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের রান করবে। ফোনটি ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ভিভো ওয়াই২০০ই সিঙ্গেল-কোর টেস্টে ৩,১১৫ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৮,১১২ পয়েন্ট অর্জন করেছে। ডিজাইন, স্পেসিফিকেশন এবং দামের মতো তথ্যগুলি এখনও জানা যায়নি। যেহেতু Vivo Y200e ফোনটি Vivo Y200-এর টোন-ডাউন ভার্সন হবে বলে মনে করা হচ্ছে, তাই এতে স্ট্যান্ডার্ড মডেলটির মতোই স্পেসিফিকেশন থাকতে পারে।

জানিয়ে রাখি, Vivo Y200-এ বড় ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটিতে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

Tags:    

Similar News