Xiaomi: শাওমির লিমিটেড এডিশন ফোনের সেল শুরু হচ্ছে, অতিরিক্ত এক পয়সাও লাগবে না
শাওমি গত নভেম্বর মাসে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro চীনে লঞ্চ করেছিল। এর পর ডিসেম্বর মাসে এই ফ্ল্যাগশিপগুলিকে দুটি নতুন রঙের সাথে স্টাইলিশ লুকে পেশ করে ব্র্যান্ড, যা শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি SUV 7 EV-এর রঙ দ্বারা অনুপ্রাণিত। আকষর্ণীয় অ্যাকোয়া ব্লু এবং ভার্ডান্ট গ্রীন কালার অপশনে সজ্জিত লিমিটেড এডিশন Xiaomi 14 এবং Xiaomi 14 Pro এখন চীনা রিটেইল প্ল্যাটফর্ম, জেডি ডট কমে প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ হয়েছে।
প্রথমেই জানাই, শাওমি এই বিশেষ সংস্করণগুলির জন্য কোনও অতিরিক্ত পয়সা চার্জ করছে না। শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো-এর অ্যাকোয়া ব্লু এবং ভার্ডান্ট গ্রীন ভ্যারিয়েন্টের দাম রেগুলার ভার্সনের মতোই। কোম্পানি নিশ্চিত করেছে যে, শাওমি ১৪ সিরিজের এই স্পেশাল এডিশনের হ্যান্ডসেটগুলি আগামী ১৫ জানুয়ারি, সকাল ১০ টায় (স্থানীয় সময়) চীনের বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।
Xiaomi 14 এবং Xiaomi 14 Pro-এর স্পেসিফিকেশন
শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো - উভয়ই উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন যুক্ত হাই-এন্ড স্মার্টফোন। স্ট্যান্ডার্ড মডেলে ৬.৩৬ ইঞ্চির ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, অন্যদিকে প্রো মডেলটি সামান্য বড় ৬.৭৩ ইঞ্চির ২কে ওলেড ডিসপ্লে সহ এসেছে। দুই ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। উভয় হ্যান্ডসেটই Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এগুলি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক কোম্পানির নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Xiaomi 14-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ বিদ্যমান, অন্যদিকে Pro ভ্যারিয়েন্টে ৫০ মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা সিস্টেম রয়েছে। উভয় ফোনেরই প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14-এ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে, আর Xiaomi 14 Pro বৃহত্তর ৪,৮৮০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। উভয় ফোনই ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।