Xiaomi 14 সিরিজের তথ্য নিয়ে গোপনীয়তা চরমে, শুনলে নাকি ভয়ে সিঁটিয়ে যাবেন!

Update: 2022-11-19 07:31 GMT

গত বছরের ডিসেম্বর মাসে শাওমি (Xiaomi) লঞ্চ করেছিল তাদের লেটেস্ট Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। যার অধীনে বাজারে আত্মপ্রকাশ করে Xiaomi 12, 12X এবং 12 Pro এই তিনটি হ্যান্ডসেট। ডিভাইসগুলি দেশীয় বাজারে লঞ্চের পরেই ক্রেতাদের কাছ থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। আর তারপর থেকেই Xiaomi 12-এর উত্তরসূরি Xiaomi 13 সিরিজটিকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। অনলাইনে ফাঁস হয়েছে এই লাইনআপের ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্য। তবে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটিকে Xiaomi 14 সিরিজ বলা হবে এবং 13 নয়৷ এখন, এক কোম্পানির কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় আসন্ন ডিভাইসগুলিকে টিজ করেছেন৷

নয়া Xiaomi 14 সিরিজটি আসতে চলেছে আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে

শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোনগুলিকে টিজ করেছেন। এই অনলাইন পোস্টে ওয়েইবিং জানান যে, আসন্ন শাওমি ১৪ সিরিজের হ্যান্ডসেটগুলি খুব শক্তিশালী হতে চলেছে। এই পোস্টের কমেন্ট সেকশনে, এক ওয়েইবো ব্যবহারকারী শাওমি অধিকর্তাকে ধাঁধা না করে, সরাসরি আপকামিং ফ্ল্যাগশিপগুলির স্পেসিফিকেশন প্রকাশ করতে বলেন। তবে, সিনিয়র এক্সিকিউটিভ এই মন্তব্যের জবাবে কেবল বলেছেন যে, শাওমি ১৪ সিরিজের স্পেসিফিকেশন জনগণকে ভয় পাইয়ে দেবে। অর্থাৎ, এই লাইনআপটি যে দমদার হার্ডওয়্যারের সাথে আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে, যেহেতু শাওমি ১৪ সিরিজটি এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি, তাই বর্তমানে এই ডিভাইসগুলি সম্পর্কিত কিছু লিক এবং রিপোর্টই ভরসা। যদিও, নতুন প্রিমিয়াম ফোনগুলি কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত বাজারের প্রথম ফ্ল্যাগশিপ মডেলগুলির মধ্যে অন্যতম হবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, এটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক কোম্পানির পরবর্তী এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলবে বলে জানা গেছে, যা অফিসিয়াল দাবি অনুযায়ী সবচেয়ে সুগমিত এমআইইউআই লঞ্চ হবে।

জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ হল Xiaomi 14 সিরিজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটি একটি টপ-এন্ড চিপসেট যা অ্যান্ড্রয়েড ফোনে সর্বোত্তম পারফরম্যান্স প্রদান করবে এবং সেইসাথে আরও ভালো ব্যাটারি পারফরম্যান্সের জন্য উন্নত কার্যকারিতা প্রদান করবে। Xiaomi 14 সিরিজে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি সনির নতুন আইএমএক্স ৮/৯ সিরিজের প্রাইমারি ক্যামেরা, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে আসতে চলেছে৷

Tags:    

Similar News