Xiaomi 14 Ultra: শাওমির নয়া ফোনে সনির দুর্ধর্ষ ক্যামেরা, ফটো হোক বা ভিডিয়ো দেখাবে কামাল
শাওমি গত মাসে চীনে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন, Xiaomi 14 এবং Xiaomi 14 Pro লঞ্চ করেছে। কিন্তু কোম্পানিটি এখনও এই সিরিজের ওপর তাদের কাজ সমাপ্ত করেনি। বাজারে আসার আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই লাইনআপে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেল ছাড়াও আরও একটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এটি হল Xiaomi 14 Ultra, যা সংস্থার সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে। আর এখন এক সূত্রে জানা গেছে যে, শাওমি এই মডেলটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। তার মতে, Xiaomi 14 Ultra কোয়াড-ক্যামেরা সিস্টেম এবং আরও ফাস্ট ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ব্যাপক শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। চলুন ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, জেনে নিই।
ফাঁস হল Xiaomi 14 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, শাওমি ১৪ আল্ট্রা-এ চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, যার মধ্যে প্রাইমারি সেন্সরটি বিস্তৃত এফ/১.৬ থেকে এফ/৪.০ ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করবে।
এটি পূর্বসূরি শাওমি ১৩ আল্ট্রা-এর থেকে উল্লেখযোগ্য আপগ্রেড হবে, যার ডুয়েল অ্যাপারচার এফ/১.৯ থেকে এফ/৪.০ ছিল। একটি ওয়াইড অ্যাপারচার ক্যামেরা সেন্সরে আরও বেশি আলো প্রবেশ করতে দেয়, যার ফলে কম আলোতেও উৎকৃষ্ট মানের ফটো এবং ভিডিও আউটপুট পাওয়া সম্ভব। টিপস্টার আরও বলেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা-এর নেটিভ ফোকাল লেন্থ থাকবে ০.৫x, ১x, ৩.২x এবং ৫x।
Xiaomi 14 Ultra-এ নতুন Sony LYT-900 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি সনির নতুন লাইটিয়া (Lytia)-সিরিজের ফ্ল্যাগশিপ সেন্সর, যা বিশেষত ক্যামেরার লো লাইট পারফরম্যান্সকে উন্নত করে বলে দাবি করে হয়। এছাড়াও, ফোনটিতে একটি নতুন বৈশিষ্ট্য রয়েছে, যা সেন্সরে কতটা আলো পড়ছে তার ওপর নির্ভর করে ভিডিও চলাকালীন ইউজারকে লেন্স পরিবর্তন করতে দেয়। এটি নয়েজ কমাতে এবং ভিডিও রেকর্ডিংয়ের সামগ্রিক গুণমান উন্নত করতে সহায়তা করবে৷ যদিও, ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও Xiaomi 14 Ultra সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে যে আগামী বছরের এপ্রিল মাস নাগাদ এটি লঞ্চ হতে পারে।