IMEI ডেটাবেস থেকে Xiaomi 14 Ultra-র লঞ্চের তারিখ ফাঁস, ডিজাইন-ক্যামেরায় চমক
শাওমি তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 14 সিরিজ চলতি বছরের শেষে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে বছর শেষে এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi 14 এবং Xiaomi 14 Pro মডেল দুটি আত্মপ্রকাশ করলেও, সিরিজের টপ-এন্ড মডেল বহু প্রত্যাশিত Xiaomi 14 Ultra আগামী বছর মার্চ মাস নাগাদ বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। টাইমলাইনটি সঠিক হলে, এটি তার পূর্বসূরি Xiaomi 13 Ultra-এর তুলনায় সামান্য আগেই লঞ্চ হবে, যা এ বছর এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল। আর এখন 'Ultra' মডেলটি রেগুলার এবং 'Pro' মডেলের পর আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে।
Xiaomi 14 Ultra-কে দেখা গেল IMEI ডেটাবেসে
ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) ডেটাবেস সম্প্রতি শাওমি ১৪ আল্ট্রা-এর দুটি সংস্করণকে তালিকাভুক্ত করেছে। 24030PN60C এবং 24030PN60G মডেল নম্বর যথাক্রমে ফোনটির চীনা এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট। উল্লেখযোগ্যভাবে, "2403" সংখ্যা ২০২৪ সালের মার্চ মাসকে শাওমি ১৪ আল্ট্রা-এর সম্ভাব্য লঞ্চের সময় হিসাবে নির্দেশ করে।
শাওমি ১৪ সিরিজে আগের প্রজন্মের মতোই স্ট্যান্ডার্ড শাওমি ১৪, আপগ্রেডেড শাওমি ১৪ প্রো এবং টপ-এন্ড শাওমি ১৪ আল্ট্রা - এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড এবং প্রো - উভয়ই আইএমইআই ডেটাবেসে উপস্থিত হয়েছে। হ্যান্ডসেট দুটির চীনা এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট যথাক্রমে 23127PN0CC/23127PN0CG এবং 23116PN5BC/23116PN5BG মডেল নম্বর বহন করে। দুই ফোনই চলতি বছরের শেষের দিকে, সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে লঞ্চ হবে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, Xiaomi 14 Ultra ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 প্রসেসসের সাথে লঞ্চ হবে। ডিভাইসটিকে "অরোরা" (Aurora) কোডনেমের সাথে এমআইইউআই (MIUI) কোডগুলিতেও দেখা গেছে। যদিও, আনুষ্ঠানিকভাবে Xiaomi 14 Ultra-এর স্পেসিফিকেশনগুলি এখনও প্রকাশ করা হয়নি, তবে ফোনটি আকষর্ণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উচ্চতর ক্যামেরা সিস্টেম অফার করবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, পূর্বসূরি Xiaomi 13 Ultra-এ ১২০ ওয়াট রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ ৬.৭৩ ইঞ্চির কোয়াডএইচডি+ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনটি Snapdragon 8 Gen 2 চিপ দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনের কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপে চারটি সেন্সরই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 Ultra-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।