তৃতীয় বছরেও একই রীতি, কোনও কিছু না বদলানোর পক্ষে Xiaomi, দাবি রিপোর্টে
শাওমির নম্বর সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি মূলত কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সাথে আসে। যদিও 2021 সালে লঞ্চ হওয়া Xiaomi 12-এর ছোট 6.28 ইঞ্চির প্যানেলের তুলনায় পরবর্তী বছর Xiaomi 13-এ 6.36 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়৷ গত বছর লঞ্চ হওয়া Xiaomi 14-এ একই আকার বজায় রয়েছে, তবে ভিন্ন বৈশিষ্ট্য সহ৷ আর এখন একটি নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গেছে যে, কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 15-এও একই আকারের প্যানেল ব্যবহার করবে।
Xiaomi 15-এ থাকবে গত প্রজন্মের মতোই 6.36 ইঞ্চির ডিসপ্লে
সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আসন্ন শাওমি 15-এ গত দু'বছরের মডেলের মতোই 6.36 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তবে, টিপস্টার এই স্ক্রিন সম্পর্কে বিশদে আর কিছুই জানাননি। যেহেতু শেষ দুই প্রজন্মের ফোনের প্যানেল একই পরিমাপের হওয়া সত্ত্বেও ভিন্ন বৈশিষ্ট্যের সাথে এসেছে, তাই শাওমি 15-এর ডিসপ্লে স্পেসিফিকেশনও ভিন্ন হতে পারে। প্রাথমিক প্রতিবেদনগুলি নির্দেশ করেছে, ফোনের প্যানেলটিতে গুডিক্স (Goodix)-এর সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সলিউশন যুক্ত করা হবে।
জানিয়ে রাখি, 2022 সালে লঞ্চ হওয়া শাওমি 13-এর ফুলএইচডি+ (1,080 x 2,400 পিক্সেল) রেজোলিউশনের তুলনায় বর্তমান প্রজন্মের শাওমি 14-এর ডিসপ্লেটি 2,670 x 1,200 পিক্সেল (1.5K) রেজোলিউশন অফার করে। ফলে, নতুন মডেলের স্ক্রিন আরও শার্প হয়েছে। পুরোনো ডিভাইসের 414 পিপিআই পিক্সেল ডেনসিটির বদলে নতুন সংস্করণে রয়েছে উচ্চতর 460 পিপিআই পিক্সেল ডেনসিটি।
লেটেস্ট Xiaomi 14 হ্যান্ডসেটের স্ক্রিনটি এলটিপিও (LTPO) প্রযুক্তি (1-120 হার্টজ) ব্যবহার করে এবং সর্বোচ্চ 3,000 নিট লোকাল পিক ব্রাইটনেস অফার করতে সক্ষম। যেখানে, পুরোনো Xiaomi 13-এর প্যানেলটির লোকাল পিক ব্রাইটনেস লেভেল মাত্র 1,900 নিট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে, উভয় ডিসপ্লেই ডলবি ভিশন কন্টেন্ট চালাতে সক্ষম, কিন্তু সেগুলির স্পেসিফিকেশন ভিন্ন। Xiaomi 14-এ সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিকটাস (Corning Gorilla Glass Victus) ব্যবহার করা হয়েছে, আর Xiaomi 13-এ গরিলা গ্লাস ফাইভের (Gorilla Glass 5)-এর আবরণ রয়েছে।
উল্লেখ্য, নতুন Xiaomi 15 আগামী সেপ্টেম্বর মাসে গণ উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। যা খবর, Xiaomi 15 নতুন Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটে চলবে। এতে তার পূর্বসূরির চেয়ে বড় ব্যাটারিও অন্তর্ভুক্ত থাকতে পারে।