Xiaomi 15: চার্জ 20% অব্দি বাঁচানো যাবে, শাওমির নতুন ফোনে থাকবে বিশেষ প্রযুক্তি
গত নভেম্বরেই Xiaomi 14 সিরিজটি বাজারে পা রেখেছে। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির লঞ্চের পর একমাস কাটতে না কাটতেই এগুলির পরবর্তী প্রজন্মের মডেলগুলিকে নিয়ে টেক পাড়ায় জল্পনা শুরু হয়ে গেছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার Xiaomi 15 লাইনআপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফাঁস হল Xiaomi 15 সিরিজের স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো পোস্টে দাবি করেছেন যে, স্ট্যান্ডার্ড শাওমি ১৫ তার পূর্বসূরি শাওমি ১৩ এবং শাওমি ১৪-এর মতো একই ৬.৩৬ ইঞ্চির ডিসপ্লে অফার করবে। আর প্রো মডেলের মতো রেগুলার মডেলে কার্ভড প্যানেল থাকবে না। শাওমি তাদের অনেকগুলি ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য সিএসওটি (CSOT) নির্মিত ওলেড (OLED) প্যানেলের ওপর নির্ভর করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল শাওমি ১৩ আল্ট্রা, রেডমি কে৬০ আল্ট্রা এবং রেডমি কে৭০ সিরিজ। এই ট্রেন্ড শাওমি ১৫ সিরিজের সাথে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সিএসওটি সম্ভবত ভবিষ্যতের সিরিজের জন্য ওলেড প্যানেল সরবরাহ করবে।
এছাড়াও টিপস্টার ইঙ্গিত করেছে যে, শাওমি ১৫ সিরিজে ১,৪০০ নিটের পিক ব্রাইটনেস এবং পাওয়ার-সেভিং ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট প্রযুক্তি সাপোর্ট করবে যা সম্ভাব্যভাবে ১৫-২০% ব্যাটারি লাইফ বাঁচাতে পারে। ফোনটি বর্তমান প্রজন্মের শাওমি ১৪ প্রো-এর থেকে আরও স্লিম বেজেল সহ ২কে রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে। স্ক্রিনটির বেজেলের আকার ০.৯ মিলিমিটার থেকে ০.৬ মিলিমিটারে কমে দাঁড়াবে৷ এছাড়াও, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ব্যবহার হবে বলেও শোনা যাচ্ছে।
তবে মনে রাখবেন যে, এগুলি প্রাথমিক তথ্য এবং কোম্পানি এখনও এবিষয়ে নিশ্চিত করেনি। Xiaomi 14 সিরিজটি কেবলমাত্র চীনের মার্কেটে লঞ্চ হয়েছে এবং গ্লোবাল লঞ্চের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। অন্যদিকে, সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে Xiaomi 14 Ultra ফোনটির লঞ্চ নিয়ে জল্পনা চলছে।