200 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও Xiaomi 15 Ultra এই কারণেও পাবে স্পেশালের তকমা

By :  techgup
Update: 2024-08-19 18:25 GMT

শাওমি অক্টোবরের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে এই সিরিজের টপ-এন্ড মডেল, Xiaomi 15 Ultra পূর্বসূরির ধারা মেনে আগামী বছরের প্রথমার্ধে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের জন্য এখনও কয়েকমাস বাকি থাকলেও, এই ফোনগুলি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার Xiaomi 15 Ultra সর্ম্পকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

Xiaomi 15 Ultra ফোনের ডিজাইনের আভাস পাওয়া গেল

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি 15 আল্ট্রা লঞ্চ হতে চলা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে আল্ট্রা-স্লিম বেজেল সহ 2কে রেজোলিউশন ডিসপ্লে এবং একটি সমান-গভীর কোয়াড-কার্ভড ডিজাইন রয়েছে বলে শোনা যাচ্ছে।

ফোনটির ক্যামেরা সিস্টেম এর আরেকটি উল্লেখযোগ্য দিক। শাওমি 15 আল্ট্রাতে একটি বড়, রিয়ার কেন্দ্রিক, গোলাকার লেন্স রয়েছে, যা কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। প্রাইমারি ক্যামেরাটি একটি 50 মেগাপিক্সেলের লেন্স হবে, যা একটি উল্লেখযোগ্যভাবে বড় সেন্সর আকারের একটি নতুন পেরিস্কোপ লেন্স দ্বারা যুক্ত হবে।

ব্যাক প্যানেলের উপাদান সম্পর্কে, টিপস্টার উল্লেখ করেছে যে Xiaomi 15 Ultra এর ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপটি বর্তমানে প্লেইন লেদার, ফাইবারগ্লাস বা সেরামিকের মতো বিকল্পগুলির সাথে পরীক্ষা করা হচ্ছে।

লেদার ফিনিশ প্রিমিয়াম অনুভূতি প্রদান করে, তবে এতে সহজেই স্ক্র্যাচ হতে পারে। ফাইবারগ্লাস একটি হালকা এবং আরও টেকসই অপশন, কিন্তু অনুভূতির দিক থেকে এটিকে একই রকম বিলাসবহুল বলে মনে হয় না। সেরামিক নান্দনিকতা এবং স্থায়িত্বের মধ্যে একটি ভারসাম্য অফার করে, তবে এটি ওজনে ভারী এবং ভঙ্গুর হয়।

তবে মনে রাখতে হবে উল্লেখিত তথ্যগুলি প্রাথমিক অনুমানের ওপর নির্ভর করছে এবং Xiaomi 15 Ultra মডেলের চূড়ান্ত স্পেসিফিকেশন ও ডিজাইন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। এছাড়াও, যেহেতু টিপস্টার স্পষ্টভাবে ডিভাইসের নাম উল্লেখ করেননি, তাই এটি Xiaomi 15 Ultra-ই কিনা তা নিশ্চিত করে বলা যায়না। ডিভাইসটি Ultra মডেল নাও হতে পারে এবং এর পরিবর্তে Vivo X200 Ultra হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Tags:    

Similar News