স্যামসাং, অ্যাপলদের টেক্কা দিতে 'প্ল্যান বি', কী এমন বড় সিদ্ধান্ত নিতে চলেছে Xiaomi
রেডমি বর্তমানে তাদের আসন্ন Redmi K80 সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। যা Redmi K70 লাইনআপের উত্তরসূরি হিসেবে বাজারে আসতে চলেছে। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi K80-এর ওপর খুব দ্রুততার সাথে কাজ করা হচ্ছে এবং এটি শীঘ্রই চীনে পা রাখতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, এই লাইনআপটিকে নিয়ে কোম্পানি তাদের স্ট্র্যাটিজিতে বদল আনতে চলেছে।
এক সুপরিচিত টিপস্টার ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) রেডমি কে৮০-এর আগমন সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। টিপস্টার দাবি করেছেন যে রেডমি কে৮০ সিরিজটির ওপর দ্রুততার সাথে কাজ করছে কোম্পানি। রেডমি কে৮০ লাইনআপের ক্ষেত্রে শাওমি তাদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, শাওমি এখন শুধুমাত্র ফ্ল্যাগশিপ গ্রেড মডেলের ওপর ফোকাস করবে, সাশ্রয়ী মিড-রেঞ্জ অপশনে নয়।
অন্যভাবে বললে, রেডমি কে৮০ই মডেলটি কে৮০ সিরিজ থেকে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ, চীনে শুধুমাত্র বেস কে৮০ এবং কে৮০ প্রো লঞ্চ করা হবে। যদিও, টিপস্টার তার অনলাইন পোস্টে হাই-এন্ড প্রো মডেলের কথা উল্লেখ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, টিপস্টার বিশ্বাস করেন যে "ই"-ব্র্যান্ডেড মডেলটি সম্পূর্ণভাবে অন্য লাইনআপে স্থানান্তরিত হতে পারে, যা নোট সিরিজ হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। যদি তথ্যটি সত্য হয়, তাহলে রেডমি একটি রেডমি নোট ১৪ই ভ্যারিয়েন্ট ঘোষণা করতে পারে।
যদিও, Redmi K80 সিরিজ সম্পর্কে এর বেশি তথ্য টিপস্টার শেয়ার করেননি। তবে গত সপ্তাহে, আরেক ওয়েইবো টিপস্টার দাবি করেছিলেন যে Redmi K80 এবং Redmi K80 Pro পরবর্তী প্রজন্মের Snapdragon প্রসেসরে চলতে পারে। এটি Qualcomm Snapdragon 8 Gen 3 সিরিজের চিপ নাকি নতুন Snapdragon 8 Gen 4, তা এখনও অস্পষ্ট। কারণ স্মার্টফোনগুলি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর কোয়ালকম সাধারণত বছরের শেষের দিকেই ফ্ল্যাগশিপ প্রসেসর লঞ্চ করে থাকে।