Xiaomi ব্যবহারকারীদের জন্য ভাল খবর, সেপ্টেম্বর শুরু হতেই নতুন আপডেট ছাড়ল কোম্পানি

By :  techgup
Update: 2024-09-06 07:53 GMT

Samsung-এর পর এবার Xiaomi সেপ্টেম্বর 2024 সিকিউরিটি আপডেট রিলিজ করতে শুরু করল। প্রথমে Xiaomi Pad 6 মডেলে এই আপডেট এসেছে এবং ভবিষ্যতে আরও মডেলে এই প্যাচ রোলআউট করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, শাওমির নতুন আপডেট কী কী অফার করছে? সিকিউরিটি প্যাচ ছাড়াও, ফ্লোটিং উইন্ডো ও হাইপারওএস লঞ্চারে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে।

সেপ্টেম্বর 2024 সিকিউরিটি আপডেটের মাধ্যমে সিস্টেম অপ্টিমাইজেশন বাড়ানোর লক্ষ্য রেখেছে শাওমি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে Poco, Redmi সহ কোম্পানির নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রচুর ডিভাইসে এই আপডেট ঢুকবে। প্রথমে চীনে আপডেটটি রিলিজ হয়েছে৷ তারপর সারা বিশ্বে রোলআউট চলবে।

Xiaomi Pad 6 ট্যাবে সেপ্টেম্বর 2024 সিকিউরিটি আপডেট 103 মেগাবাইট প্যাকেজ সাইজে এসেছে। এটি শুধুমাত্র সিকিউরিটি প্যাচে সীমাবদ্ধ নেই। ফ্লোটিং উইন্ডো ও HyperOS লঞ্চারে বাগ ফিক্স করা হয়েছে। এর ফলে ট্যাব ব্যবহারের সময় আরও স্মুদ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Xiaomi Pad 6 স্পেসিফিকেশন

শাওমি প্যাড 6 ট্যাবে 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 11 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, Snapdragon 870 5G প্রসেসর, 8 জিবি পর্যন্ত র‍্যাম + 256 জিবি অব্দি স্টোরেজ, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Android 13, কোয়াড স্পিকার সেটআপ, এবং 33W ফাস্ট চার্জিং যুক্ত 8840 এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News