50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সেরা ফোন, Vivo V30 5G এখন 10 হাজার টাকা ডিসকাউন্টে
আপনার চাহিদা যদি ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোন হয়, তাহলে আপনি Vivo V30 5G কিনতে পারেন। কারণ বর্তমানে এই ফোনের সাথে 10,400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর এই ডিভাইসে আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং অরা লাইট সহ ব্যাক ক্যামেরা সেটআপ। আর এটি 2024 সালের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে এসেছে।
Vivo V30 5G অনেক কম দামে কেনা যাবে
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে Vivo V30 5G এর 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট। এই ফোনের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 40,999 টাকা। তবে এখন এটি 33,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার বিভিন্ন ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে সর্বোচ্চ 3,400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Traffic Rules: ট্রাফিক পুলিশ দিচ্ছে 50 হাজার টাকা জেতার সুযোগ, করতে হবে এই সহজ কাজ
আবার ক্রেতারা Vivo V30 5G কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করে 30,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরানো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। ভিভোর ডিভাইসটি তিনটি কালার অপশন পাওয়া যাবে- আন্দামান ব্লু, ক্লাসিক ব্ল্যাক ও পিকক গ্রীন।
Vivo V30 5G কেনার আগে দেখুন স্পেসিফিকেশন
ভিভো ভি30 5জি মাত্র 0.745 মিমি পুরু এবং এটি ভারতের সবচেয়ে পাতলা 5জি ফোনগুলির একটি। এই ফোনের সামনে দেখা যাবে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.78-ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ফানটাচ 14 সফ্টওয়্যার স্কিনের সাথে আসা এই ভিভো মোবাইলে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর।
আরও পড়ুন: ডিজেল গাড়ির উৎপাদন বন্ধ না করলে বাড়ানো হবে ট্যাক্স, হুঁশিয়ারি নীতিন গডকরির
ফটোগ্রাফির জন্য ভিভো ভি30 5জি ডিভাইসের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।