ট্যারিফ শুল্ক বাড়ানোর পর এই সমস্ত সুবিধা দিচ্ছে না Airtel, অস্বস্তিতে পড়তে পারেন প্রিপেইড গ্রাহকরা

By :  SUPARNAMAN
Update: 2022-02-05 07:24 GMT

গত বছরের শেষপর্বে Reliance Jio এবং Vi-এর পাশাপাশি দেশের অপর প্রধান টেলিকম অপারেটর Airtel-ও রিচার্জ ট্যারিফের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এতে আলোচ্য সংস্থাগুলির গ্রাহকেরা বর্তমানে বেজায় অস্বস্তিতে পড়লেও তা নিয়ে পরিষেবা সরবরাহকারীদের তেমন মাথাব্যথা নেই। ফলে এই পরিস্থিতিতে সস্তা পরিষেবার খোঁজে গ্রাহকেরা হন্যে হয়ে ফিরছেন। সেক্ষেত্রে যারা কোন রিচার্জ করলে সুবিধা হবে বলে মনস্থির করতে পারছেন না, তাদের সাহায্যের জন্যই রইল আমাদের আজকের আজকের আপডেট। আসলে এই প্রতিবেদনে আমরা Airtel (এয়ারটেল) ব্যবহারকারীদের বেশ কিছু সাধারণ প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছি। কীরকম প্রশ্ন? আসুন দেখে নিই…

১ জিবি ডেটা খরচের জন্য Airtel গ্রাহকেরা যে প্ল্যান রিচার্জ করবেন

সম্প্রতি বহু এয়ারটেল গ্রাহক জানতে চাইছেন যে ন্যূনতম ১ জিবি ডেটা খরচের জন্য তাদের ঠিক কত টাকার প্ল্যান বেছে নিতে হবে। এর উত্তরে আগ্রহীদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কোনো এয়ারটেল প্ল্যান ১ জিবি ডেটা খরচের সুবিধাসহ উপলব্ধ নয়। তবে প্রয়োজন পড়লে তারা ৫৮ টাকার এয়ারটেল ডেটা ভাউচার রিচার্জ করতে পারেন যা মোট ৩ জিবি ডেটা খরচের সুবিধা দেবে। এর ভ্যালিডিটি রিচার্জকারীর বিদ্যমান প্রিপেইড প্ল্যানের অনুরূপ হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এয়ারটেলের কোন রিচার্জ বিকল্প ১ জিবি ডেটা সুবিধা প্রদান না করলেও, সংস্থার প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিওর ঝুলিতে মাত্র ১৫ টাকার প্যাক রয়েছে যা পুরো ১ জিবি ডেটা খরচের সুযোগ দেবে।

এদিকে আলাদা করে ১ জিবি ডেটা উপযোগী প্ল্যান অফার না করলেও এয়ারটেল এমন একাধিক রিচার্জ বিকল্প অফার করে থাকে যেগুলি প্রতিদিন ১ জিবি ডেটা খরচের স্বাধীনতা দেবে। এজন্য আগ্রহীরা ২০৯, ২৩৯ বা ২৬৫ টাকার এয়ারটেল প্ল্যান বেছে নিতে পারেন। এছাড়া ১৫৫ টাকার এয়ারটেল প্ল্যানের কথাও এ প্রসঙ্গে উল্লেখ্য। ২৪ দিনের পরিষেবা মেয়াদ সহ আগত এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কল করার পাশাপাশি ৩০০ এসএমএস এবং পুরো ১ জিবি ডেটা খরচের সুবিধা প্রদান করে।

১ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ Airtel প্ল্যান

এক্ষেত্রে অত্যন্ত দুঃখের সঙ্গে স্বীকার করতে হয় যে বর্তমানে এমন কোন এয়ারটেল প্ল্যান অনুপস্থিত যা মাত্র একদিনের ভ্যালিডিটি প্রদান করবে। এই মুহূর্তে এয়ারটেলের সবচেয়ে স্বল্পকালীন পরিষেবা মেয়াদে উপলব্ধ প্ল্যান রিচার্জের জন্য আগ্রহীকে ২০৯ টাকা খরচ করতে হবে। এটি দৈনিক ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। প্ল্যানের ভ্যালিডিটি ২১ দিন।

Tags:    

Similar News