Jio কে টেক্কা দিয়ে এবার বিনামূল্যে Netflix সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্ম দেখতে দেবে Airtel

By :  SUPARNAMAN
Update: 2022-05-02 14:29 GMT

ওটিটি (Over the top) পরিষেবার জগতে বিনোদনপ্রিয় আমজনতার মধ্যে নেটফ্লিক্স (Netflix) কনটেন্টের যে একটা আলাদা কদর রয়েছে সে কথা কারও অজানা নয়। তাই এই মুহূর্তে দেশের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা Reliance Jio তাদের ১,৪৯৯ টাকার Jiofiber ব্রডব্যান্ড প্ল্যানের সাথে গ্রাহকদের বিনামূল্যে Netflix Basic সাবস্ক্রিপশন প্রদান করে থাকে। এছাড়া বর্তমানে ২,৪৯৯ এবং ৩,৯৯৯ টাকা মূল্যে আগত আরো দুটি JioFiber প্ল্যানের সাথে নিখরচায় Netflix সাবস্ক্রিপশন উপলব্ধ।

এভাবে বাজারের একক টেলকো হিসেবে এতদিন ইউজারদের নিখরচায় নেটফ্লিক্স দর্শনের সুযোগ করে দিয়েছে জিও (Jio)। যদিও সম্প্রতি তাদের পাশাপাশি এয়ারটেলও (Airtel) নির্বাচিত Xstream Fiber প্ল্যানের সাথে গ্রাহকদের বিনামূল্যে Netflix উপভোগের সুযোগ দিতে তৈরী।

আজ্ঞে হ্যাঁ, বর্তমানে এয়ারটেলের মোট দুটি হাই-এন্ড ব্রডব্যান্ড প্ল্যানের সাথে গ্রাহকেরা পুরো বিনিপয়সায় Netflix কনটেন্ট দেখার সুযোগ পাবেন। এজন্য আগ্রহীদের ১,৪৯৮ অথবা ৩,৯৯৯ টাকা মূল্যে উপলব্ধ Airtel Xstream Fiber প্ল্যান রিচার্জ করতে হবে। আসুন এদের সুবিধাগুলি একনজরে দেখে নেওয়া যাক।

১,৪৯৮ টাকার আলোচ্য Airtel Xstream Fiber প্ল্যানের সুবিধা

এই প্ল্যান বেছে নিলে এয়ারটেল গ্রাহকেরা ৩০০ মেগাবাইট/সেকেন্ড (Mbps) গতিতে ৩.৫ টিবি (TB) বা ৩,৫০০ জিবি (GB) পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচের সুযোগ পেয়ে যাবেন। সাথে মিলবে Netflix ছাড়াও Disney+ Hotstar, Amazon Prime Video, Wynk Music, Shaw Academy প্রভৃতি প্ল্যাটফর্মের নিঃশুল্ক সাবস্ক্রিপশন।

অবশ্য ফ্রিতে নেটফ্লিক্স উপভোগের সুযোগ পাওয়া গেলেও মনে রাখা দরকার, ১,৪৯৮ টাকার এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার প্ল্যান গ্রাহকদের 'Netflix Basic' সাবস্ক্রিপশন প্রদান করবে। অর্থাৎ এর সাথে ইউজারেরা এক সময়ে একটিমাত্র স্ক্রিনে কনটেন্ট দেখার সুবিধা পাবেন। তবে ৩,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে আলোচ্য টেলকোর গ্রাহকেরা 'Netflix Premium' সাবস্ক্রিপশন পেয়ে যাবেন যেখানে একই সময়ে তারা মোট চারটি স্ক্রিনে কনটেন্ট স্ট্রিম করতে সমর্থ হবেন।

৩,৯৯৯ টাকায় উপলব্ধ Airtel Xstream Fiber প্ল্যানের সুবিধা

এই প্ল্যানের সাথে এয়ারটেল গ্রাহকরা ১ জিবিপিএস গতিতে ৩.৫ টিবি বা ৩,৫০০ জিবি পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ডেটা খরচের সুযোগ পাবেন। এছাড়া এর সাথেও Netflix সহ Disney+ Hotstar, Amazon Prime Video, Wynk Music প্রভৃতি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

Tags:    

Similar News