৮৪ দিনে ২১০ জিবি ডেটা ও কল, Airtel আনল আকর্ষণীয় প্রিপেড প্ল্যান
চিত্তাকর্ষক ওভার দ্য টপ (OTT) বেনিফিট সহ গ্রাহকদের জন্য ৯৯৯ টাকার এক নয়া প্রিপেইড প্ল্যান বাজারে আনলো এয়ারটেল (Airtel)। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থার এই প্ল্যান ইউজারদের মধ্যম পরিষেবা মেয়াদে রোজ যথেষ্ট বেশি পরিমান ডেটা খরচের সুযোগ দেবে। ফলে যাদের ডেটা চাহিদা তুলনামূলকভাবে বেশি, তারা Airtel -এর নয়া ৯৯৯ টাকার প্ল্যান বেছে নিয়ে নিজেদের দরকার পূরণ করতে পারেন।
৯৯৯ টাকার নতুন Airtel প্রিপেইড প্ল্যানের সুবিধা
৯৯৯ টাকার নবাগত এয়ারটেল প্রিপেইড প্ল্যান গ্রাহকদের ৮৪ দিনের পরিষেবা উপভোগের সুযোগ দেবে। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা দৈনিক ২.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া তারা পাবেন যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। সর্বোপরি ৯৯৯ টাকার আলোচ্য এয়ারটেল প্ল্যান চিত্তাকর্ষক ওটিটি বেনিফিটের সঙ্গে আগত, যা গ্রাহকদের জন্য দারুণ লাভের বিষয় হতে পারে।
৯৯৯ টাকার নয়া এয়ারটেল প্ল্যানের সাথে আগত ওটিটি সুবিধার কথা বলতে গেলে এর সাথে গ্রাহকেরা পাবেন একটানা ৮৪ দিনের Amazon Prime সদস্যপদ। এর ফলে তারা বিভিন্ন Amazon অ্যাপ যেমন, Prime Music, Prime Video ইত্যাদি থেকে কনটেন্ট উপভোগের ছাড় পাবেন। তাছাড়া ইউজারেরা এই আলোচ্য প্ল্যানের সাথে Airtel Xstream Mobile Pack -এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।
সর্বোপরি উপরোক্ত প্ল্যানের সাথে Airtel উপভোক্তারা সংস্থার থ্যাংকস বেনিফিটের আওতায় Apollo 24/7 Circle, Shaw Academy, Wynk Music সাবস্ক্রিপশন, FASTag ক্যাশব্যাক জেতার সুযোগ ও নিখরচায় Hellotunes পরিষেবা ভোগের স্বাধীনতা পাবেন।
উল্লেখ্য, অপেক্ষাকৃত কম মূল্যে রোজ ২.৫ জিবি ডেটা খরচের জন্য Airtel গ্রাহকেরা ৪৪৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এটি ২৮ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপ না পেলেও ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে Airtel ইউজারগণ ট্রায়াল হিসেবে পুরো এক মাস Amazon Prime Video Mobile এডিশন ব্যবহারের সুযোগ পাবেন। তাছাড়া এই প্ল্যানের সাথে অন্যান্য এয়ারটেল থ্যাংকস বেনিফিটগুলি উপলব্ধ।