চুরি যাওয়া গাড়ি মালিক কে ফিরিয়ে দিল Apple AirTag, জেনে নিন পুরো ঘটনা

By :  SUPARNAMAN
Update: 2022-01-27 08:11 GMT

ফের শিরোনামে উঠে এল অ্যাপল অ্যাপল এয়ারট্যাগ (Apple AirTag)। এবার আইফোন প্রস্তুতকারক সংস্থার এই অ্যাক্সেসরিজের দৌলতে চুরি যাওয়া গাড়ি ফিরে পেলেন এক টেক্সাসবাসী। তবে এক্ষেত্রে গাড়ির মালিক নন, বরং চোরেরাই Apple AirTag ব্যবহার করে ভুল করে বসে! পরে চোরেদের ভুলের সেই সূত্র ধরেই পুলিশের পক্ষে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়। ঘটনাটির সম্পূর্ণ বিবরণ প্রকাশ্যে এলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেটাগরিক মহলে বেশ চাঞ্চল্য ছড়ায়।

আলোচ্য প্রসঙ্গে বিস্তারিত বলার আগেই জানিয়ে রাখি, গাড়ি বা অন্য কোনো যানবাহন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে AirTag ব্যবহারের প্রবণতা বিরল। মূলত বাড়ির চাবি, ব্যাকপ্যাক সহ একই ধরনের অন্যান্য সামগ্রী সুরক্ষিত রাখতে এই অ্যাক্সেসরিজ আইফোন ব্যবহারকারীদের সহায়তা করে। সেক্ষেত্রে চোরেরা হঠাৎ করে কেন এটি ব্যবহার করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পুলিশি অনুসন্ধানে এই প্রশ্নের উত্তর সামনে এসেছে।

অনুসন্ধানকারীদের বক্তব্য, কয়েকদিন আগে এক ব্যক্তি তাদের কাছে অভিযোগ জানায় যে এয়ারট্যাগের মাধ্যমে কেউ বা কারা তাকে অনুসরণ করছে। নিজের আইফোনে তিনি এ সংক্রান্ত সতর্কবার্তা পান। এক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ অভিযোগকারীর গাড়িতে দুই সিটের মধ্যবর্তী স্থলে গোপন করা এয়ারট্যাগের হদিশ পায়। এর ফলে প্রাথমিকভাবে তারা অনুমান করেন যে গাড়িটি চুরির মাল। সামান্য খোঁজখবর নিতেই এই অনুমানের সত্যতা ধরা পড়ে। জানা যায় কিছুদিন আগেই দুই ব্যক্তি ৮০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬০,০০০ টাকা) ডাউনপেমেন্টের বিনিময়ে অভিযোগকারীকে গাড়িটি বিক্রি করে। পূর্বে বিক্রেতাদের সঙ্গে অভিযোগকারীর কোন পরিচয় ছিল না।

এরপর তদন্তকারীদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে আসে। বোঝা যায় যে চোরেরা পুনরায় গাড়িটি হাতানোর তালে ছিল! সেজন্যেই তারা গাড়ির দুই সিটের মধ্যস্থলে এয়ারট্যাগ লুকিয়ে রাখে। গাড়িটি হাতাতে পারলে চোরেরা আরো একবার মোটা অঙ্কের বিনিময়ে তা বিক্রি করার সুযোগ পেতো। সেক্ষেত্রে এয়ারট্যাগের মাধ্যমে কাউকে অনুসরণ করা হচ্ছে, এমন অভিযোগ জমা না পড়লে পুলিশের পক্ষে গাড়িটি শনাক্ত করা কঠিন হতো। যদিও এজন্য অবশ্য টেক জায়ান্ট অ্যাপলকেই (Apple) ধন্যবাদ দেওয়া উচিত। কারণ, কিছুদিন আগে আইফোন ইউজারদের জন্য Apple এমন একটি ফিচার রোলআউট করে যা অচিহ্নিত AirTag -এর উপস্থিতি সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করবে। আলোচ্য ঘটনার ক্ষেত্রে তারই সুফল মিললো।

Tags:    

Similar News