সন্তানসম্ভবা মহিলার প্রাণ বাঁচালো Apple Watch, ঘটনা জানলে আপনারও এই ওয়াচ কিনতে ইচ্ছা হবে
Apple Watch এর আগেও অনেকবারই বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে নানান বিপদের হাত থেকে রক্ষা করেছে তথা প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। এখন আবার এই ডিভাইসটির জন্য প্রাণ বাঁচল আট সপ্তাহের এক গর্ভবতী মহিলার।
এবিসির রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি রাচেল মানালো নামের এক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং তার অনাগত সন্তানের জীবন বাঁচাতে সাহায্য করেছে Apple Watch। রাচেল জানান তিনি কয়েক সপ্তাহ ধরে মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিকভাবে ক্লান্ত বোধ করছিলেন। কিন্তু, এগুলি গর্ভাবস্থার স্বাভাবিক ঘটনা হওয়ায় তিনি প্রথমে এই সকল উপসর্গগুলি এগিয়ে যান। তবে হঠাৎ ওই গর্ভবতী মহিলা দ্রুত হৃদস্পন্দন অনুভব করার পর তার হৃদপিন্ডের অবস্থা নিরীক্ষণের জন্য ঘড়ির EKG ফাংশন ব্যবহার করেন।
তিনি দেখেন তার হৃদস্পন্দন বেড়ে 150-এ পৌঁছে গেছে, যেখানে স্পন্দনের স্বাভাবিক মাত্রা 60 থেকে 100 বার। যেহেতু, তিনি একজন কার্ডিওলজিস্ট ছিলেন এবং তার হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রা থেকে অনেক বেশি ছিল, তাই Apple Watch-র EKG রিডিং-এর ফলাফল দেখার পর তিনি অবিলম্বে চিকিৎসা নেওয়ার প্রয়োজন বোধ করেন।
ইউসিএল-এর বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে, তিনি ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া অনুভব করেছেন, আর এটি একটি এমন অবস্থা যেখানে হৃদপিন্ডের নিম্ন প্রকোষ্ঠগুলি দক্ষতার সাহায্যে রক্ত পাম্প করতে ব্যর্থ হয়। আর সন্তানসম্ভাবা হওয়ায় রাচেল যেহেতু আগে থেকে অতিরিক্ত চাপের মধ্যে ছিল, তাই এমন পরিস্থিতিতে তৎক্ষণাত চিকিৎসা না করালে তার হার্ট অ্যাটাকও হতে পারতো।
টিনা নুগুয়েন নামের এক মেটারনাল এবং ফেটাল মেডিসিন স্পেশালিস্ট প্রাথমিক অবস্থায় সমস্যাটি শনাক্ত করার জন্য Apple Watch-এর প্রশংসা করেন এবং তিনি বলেন গর্ভাবস্থায় এই ধরনের হার্টের সমস্যা প্রাণঘাতী হতে পারে। তাই Apple Watch যে সকল ডেটা সরবরাহ করে, তার ভিত্তিতে রোগীর সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য, এর কিছুদিন পরেই সি-সেকশনের মাধ্যমে রাচেল সন্তান প্রসব করেন এবং একটি সুস্থ সবল শিশুর জন্ম দেন। যদিও, এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টের চিকিৎসা করা হয়। এই প্রসঙ্গে রাচেল Apple Watch-কে সকল কৃতিত্ব দেন। কারণ, এটি তাকে বিপদ সম্পর্কে সতর্ক করে তাদের দুজনের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে।