আপনাকে লাখপতি বানিয়ে দেবে ChatGPT, এই কাজে 16 লাখ টাকা বিলোচ্ছে কোম্পানি

By :  techgup
Update: 2023-04-12 08:38 GMT

ChatGPT এর কারণে অনেকেই চাকরি হারানোর ভয় পাচ্ছেন, তবে আপনি কি জানেন যে ChatGPT আপনাকে লাখপতি করে দিতে পারে। হ্যাঁ, আপনাকে কেবল এটির একটি ত্রুটি খুঁজে বের করতে হবে। তাহলেই আপনি লাখ লাখ টাকা পেয়ে যাবেন। প্রসঙ্গত, চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান OpenAI মঙ্গলবার জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে ত্রুটি ধরে দিতে পারলে ২০ হাজার ডলার (প্রায় ১৬ লাখ ৪১ হাজার টাকা) পর্যন্ত দেবে তারা।

বাগের ধরণ অনুযায়ী অর্থ পাওয়া যাবে

জানিয়ে রাখি, ওপেনএআই বাগ বাউন্টি প্রোগ্রাম (OpenAI Bug Bunty Program) গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে লাইভ হয়েছে, লোকেরা তাদের রিপোর্ট করা বাগের গুরুত্বের উপর ভিত্তি করে পুরষ্কার পাবে, প্রতি বাগের জন্য ২০০ ডলার (প্রায় ১৬ হাজার ৪০০ টাকা) পুরষ্কার মূল্য মিলবে।

প্রসঙ্গত, প্রযুক্তি সংস্থাগুলি প্রায়শই প্রোগ্রামার এবং ইথিক্যাল হ্যাকারদের তাদের সফ্টওয়্যার সিস্টেমে বাগ খোঁজার কাজে উৎসাহিত করার জন্য বাগ বাউন্টি প্রোগ্রামের ঘোষণা করে।

বাগি বাউন্টি প্ল্যাটফর্ম বাগক্রাউড এর রিপোর্ট অনুযায়ী, OpenAI গবেষকদের চ্যাটজিপিটির কিছু কার্যকারিতা এবং ওপেনএআই সিস্টেমগুলি কীভাবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলির সাথে যোগাযোগ এবং ডেটা শেয়ার করে প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

Tags:    

Similar News