Google Pay আনল Tap To Pay ফিচার, QR কোড বা মোবাইল নম্বর ছাড়া হবে অটোমেটিক UPI পেমেন্ট
নিজের জনপ্রিয়তা বাড়াতে তথা ১০০ মিলিয়নেরও বেশি সংখ্যক ইউজারের সুবিধার্থে এবার Google Pay (গুগল পে) চালু করল ট্যাপ টু পে (Tap To Pay) ফিচার। মূলত পাইন ল্যাবসের সাথে হাত মিলিয়ে এই নয়া বৈশিষ্ট্য নিয়ে এসেছে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি। আর এই ফিচারের সাহায্যে, ইউপিআই (UPI) ভিত্তিক পেমেন্ট করা আগের থেকে অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে বলে দাবি করা হচ্ছে। আসুন, এখন Google Pay-এর ট্যাপ টু পে ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…
Google Pay-এর ট্যাপ টু পে ফিচার কীভাবে কাজ করবে?
ট্যাপ টু পে ফিচারের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে সকল ইউজারকে ফোনের পয়েন্ট অফ সেলস (POS) টার্মিনালে ট্যাপ করতে হবে। এর পর ফোন থেকে পেমেন্ট অথেন্টিকেট করতে হবে এবং এর জন্য ব্যবহারকারীকে ইউপিআই পিন লিখতে হবে। এইভাবে গুগল পে ব্যবহারকারীরা ভার্চুয়াল পেমেন্ট করতে সক্ষম হবেন। কোম্পানির মতে, ট্যাপ টু পে বৈশিষ্ট্যটির মাধ্যমে পেমেন্ট করা একটি কিউআর (QR) কোড স্ক্যান করা এবং ইউপিআই লিঙ্কযুক্ত মোবাইল নম্বর এন্টার করার চেয়ে অনেক বেশি সুবিধাজনক হবে। এই ফিচারটি রিলায়েন্স রিটেল, ফিউচার রিটেল এবং স্টারবাকস মার্চেন্টে পাওয়া যাচ্ছে।
ট্যাপ টু পে ফিচার কীভাবে ব্যবহার করবেন?
১. ট্যাপ টু পে ফিচার ব্যবহারের জন্য, ফোনে অবশ্যই এনএফসি (NFC) বিকল্প থাকতে হবে। ইউজারদের এই অপশন এনাবেল করতে হবে।
২. এর পরে ইউজারদের ফোন আনলক করতে হবে এবং পজ (POS) টার্মিনালের কাছে পৌঁছে ফোন ট্যাপ করতে হবে।
৩. এতে গুগল পে স্বয়ংক্রিয়ভাবে খুলবে।
৪. প্ল্যাটফর্মটি খোলার পর পেমেন্ট নিশ্চিত করার জন্য ইউপিআই পিন লিখতে হবে।
৫. এরপর আপনার পেমেন্ট সম্পন্ন হবে।