Royel Enfield-কে জোর টক্কর, লঞ্চের আগেই Harley Davidson এর সবচেয়ে সস্তা বাইকের পর্দাফাঁস

By :  SUMAN
Update: 2023-03-09 11:42 GMT

আমেরিকার আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে-ডেভিডসন (Harley-Davidson) তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মিডলওয়েট বাইকের উপর দীর্ঘদিন করেই কাজ করছে বলে। যা চীনের অটোমোবাইল সংস্থা কিয়াংজিয়াঙ্গ (Qianjiang)-এর সাথে যৌথভাবে বাজারে আনবে তারা। নয়া মডেলটির নামকরণ করা হয়েছে Harley Davidson X350। এটি ১০ মার্চ, অর্থাৎ আগামীকাল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন ডিলারশিপে পৌঁছে গিয়েছে বাইকটি। ইউটিউবের দৌলতে এবার লঞ্চের আগেই সেটির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Harley Davidson X350 : ফিচার্স

এর আগে ফাঁস হওয়া একটি ছবির সাথে সম্পূর্ণ মিল রয়েছে হার্লে ডেভিডসন এক্স৩৫০ মোটরসাইকেলটির। স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে, এতে রয়েছে একটি এলইডি হেডলাইট, একটি আয়তাকার ফুয়েল ট্যাঙ্ক, স্কুপ্ড সিঙ্গেল পিস সিট এবং ক্র্যাশ গার্ড। আরামদায়ক রাইডিং পজিশন দেওয়ার জন্য নেকেড বাইকটির মাটি থেকে সিটের উচ্চতা কম রাখা হয়েছে। এতে উপস্থিত একটি আন্ডারবেলি এগজস্ট, সেন্ট্রালি মাউন্টেড ফুট পেগ, এবং একটি সার্কুলার সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট পড।

Harley Davidson X350 ইঞ্জিন স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার

অনুমান করা হচ্ছে, বাইকটি একটি ৩৫৩ সিসি সিলিন্ডার ইঞ্জিন সহ হাজির হবে। যা থেকে সর্বোচ্চ ৩৬ হর্সপাওয়ার উৎপন্ন হতে পারে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স। X350-এর সামনে রয়েছে ইউএসডি ফর্ক এবং পেছনে মোনোশক ইউনিট। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে ডুয়েল পেটাল ফ্রন্ট ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ একটি সিঙ্গেল রিয়ার ডিস্ক।

https://youtu.be/I_TqvTRY-C0

Harley Davidson X350 ভারতে আসবে কবে

চীনের পাশাপাশি, হার্লে-ডেভিডসন উন্নয়নশীল দেশগুলিতেও তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেলটি লঞ্চের পরিকল্পনা করছে। যার মধ্যে একটি হল ভারত। আমাদের দেশে মার্কিন সংস্থাটি হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর সাথে জয়েন্ট ভেঞ্চারে বাইক বিক্রি করে। নতুন মোটরসাইকেলটির প্রতিপক্ষ হিসাবে পাবে Royal Enfield Meteor 350-কে।

Tags:    

Similar News