Royal Enfield-কে চাপে ফেলে সবচেয়ে সস্তা বাইক লঞ্চ করল Harley Davidson, দাম কত

By :  SUMAN
Update: 2023-03-10 13:06 GMT

হার্লে-ডেভিডসন (Harley-Davidson) আজ আনুষ্ঠানিকভাবে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেল X350 লঞ্চ করেছে। ৩৫০ সিসির মডেলটি এই মুহূর্তে চীনে উপলব্ধ। Harley-Davidson X350 এর দাম সেদেশে ৩৩,০০০ ইউয়ান ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩.৯৩ লক্ষ টাকা। আবার এটিই হল সংস্থার প্রথম টু-হুইলার যাতে হার্লে-ডেভিডসন নিজেদের V-Twin ইঞ্জিনের বদলে QJ Motors-এর ৩৫০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করেছে।

Harley-Davidson X350 ডিজাইন

হার্লে-ডেভিডসন-এর এক্স৩৫০ ডিজাইনের দিক থেকে সংস্থার অন্যান্য মডেলের চাইতে যথেষ্ট আধুনিক। এতে দেওয়া হয়েছে এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প সহ গোলাকৃতি এলইডি হেডল্যাম্প এবং টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির ডিজাইনের প্রসঙ্গে হার্লে-ডেভিডসন জানিয়েছে, এটি তাদের XR750 থেকে অনুপ্রাণিত। চীনে এক্স৩৫০ তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – জয়ফুল অরেঞ্জ, শাইনিং সিলভার এবং শ্যাডো ব্ল্যাক।

Harley-Davidson X350 ফিচার্স এবং হার্ডওয়্যার

সাসপেনশনের দায়িত্ব সামলাতে Harley-Davidson X350-তে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং একটি রিয়ার মোনোশক। ব্রেকিং হিসাবে সামনে ফোর পিস্টন ক্যালিপার সহ সিঙ্গেল ডিস্ক এবং পেছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ সিঙ্গেল ডিস্ক রয়েছে। যদিও ডিস্ক ব্রেকের মাপ সম্পর্কিত তথ্য জানা যায়নি। X350-এর ওজন ১৮০ কেজি।

Harley-Davidson X350 ইঞ্জিন স্পেসিফিকেশন

সস্তার X350-তে দেওয়া হয়েছে একটি প্যারালাল টুইন ৩৫৩ সিসি ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩৬.২ বিএইচপি শক্তি এবং ৩১ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে ছয় গতির গিয়ারবক্স বর্তমান।

Harley-Davidson X350 ভারতে কবে লঞ্চ হবে

Harley-Davidson X350 ভারতে কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনও নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। এ দেশে হিরো মোটোকর্পের সঙ্গে জুটি বেঁধে বাইক বিক্রি করে তারা ফলে মিডলওয়েট সেগমেন্টে রয়্যাল এনফিল্ডকে চাপে ফেলতে X350 লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

Tags:    

Similar News