Apple Intelligence: কিছুক্ষণ পরে লঞ্চ হচ্ছে iPhone 16 সিরিজ, থাকবে এই দশ AI ফিচার

By :  PUJA
Update: 2024-09-09 09:51 GMT

আজ অ্যাপলের 'ইটস গ্লোটাইম' এই ইভেন্টে লঞ্চ করা হবে iPhone 16 সিরিজ। আমরা ইতিমধ্যেই এই ইভেন্টে লাইভ দেখার উপায় ও আসন্ন আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো ও আইফোন 16 প্রো ম্যাক্স এর ফিচার জানিয়েছে। এই প্রতিবেদনে আমরা নয়া এই আইফোন সিরিজে ব্যবহৃত অ্যাপল ইন্টেলিজেন্সের (Apple Intelligence) সেরা 10 ফিচার সম্পর্কে বলবো।

আরও পড়ুন : Hyundai Alcazar: পুজোর আগে বড় চমক নিয়ে হাজির হুন্ডাই, লঞ্চ করল দুর্দান্ত গাড়ি

iPhone 16 সিরিজে থাকবে এই Apple Intelligence ফিচার

  1. আপডেটেড সিরি: অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিরি অ্যাসিস্ট্যান্টে অনেক উন্নতি আনা হবে। জুনে ডব্লিউডব্লিউডিসি 2024 ইভেন্ট চলাকালীন অ্যাপল জানিয়েছিল যে, "এই বছর সিরির জন্য নতুন যুগের সূচনা হলো।"
  2. রাইটিং টুল: অ্যাপল ইন্টেলিজেন্সের সাথে রাইটিং টুল দেওয়া হবে। এটি শব্দ নির্বাচন এবং বাক্য গঠন সহ বানান এবং ব্যাকরণ ভুলগুলি ধরিয়ে দেবে।
  3. ফটো অ্যাপে আপগ্রেড: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের মাধ্যমে আইফোনের ফটো অ্যাপে আপগ্রেড আনা হবে। কমান্ড ব্যবহার করে ফটো অ্যাপ থেকে ভিডিও তৈরি করা যাবে।
  4. ক্লিন আপ টুল: নতুন ক্লিন আপ টুলের সাহায্যে কোনও ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি অপসারিত করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে, এটি ম্যাজিক ইরেজার নামে পরিচিত।
  5. এআই চালিত মেল: মেল অ্যাপে আপনি আপনার ইনবক্স মেসেজগুলির সংক্ষিপ্তসার পেতে অ্যাপল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে পারেন। এছাড়াও, নতুন স্মার্ট রিপ্লাই ফিচার যুক্ত করা হবে।
  6. ইমেজ প্লেগ্রাউন্ড এবং ইমেজ ওয়ান্ড: অ্যাপল ইন্টেলিজেন্স ইমেজ প্লেগ্রাউন্ডের মতো ইমেজ-ক্রিয়েট টুল অফার করবে, যা টেক্সট থেকে ফটো তৈরি করে দেবে।
  7. কল ট্রানস্ক্রাইব করা: অ্যাপল ইন্টেলিজেন্স প্রথমবার ফোন করতে করতে অডিও রেকর্ড, অন্য ভাষায় রুপান্তর ইত্যাদি বৈশিষ্ট্য অফার করবে আইফোন ব্যবহারকারীদের।
  8. জেনমোজি: অ্যাপল প্রতিটি সফ্টওয়্যার আপডেটের সাথে কীবোর্ডে নতুন ইমোজি যুক্ত করে। তবে এবার অ্যাপল ইন্টেলিজেন্সের সাহায্যে পছন্দ মতো ইমোজি তৈরি করার সুবিধা থাকবে।
  9. আর চ্যাটজিপিটি অ্যাপের প্রয়োজন নেই: আইফোন 16 প্রো মডেলে চ্যাটজিপিটি অ্যাপের প্রয়োজন হবে না। নতুন সিরি আসবে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনের সাথে।
  10. প্রায়োরিটি নোটিফিকেশন: অ্যাপল ইন্টেলিজেন্স আপনার আইফোনের নোটিফিকেশন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলিকে আগেভাগে দেখাবে।

Tags:    

Similar News