iQOO 9T 5G ইউনিক ডিজাইন সহ ভারতে আসছে, Amazon থেকে বিক্রি শুরুর আগেই ফাঁস আনবক্সিং ভিডিও

Update: 2022-07-15 11:29 GMT

গত ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা আইকো তাদের iQOO 9 ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে ভারতীয় বাজারে লঞ্চ করে তিনটি হ্যান্ডসেট- iQOO 9, 9 Pro এবং 9 SE। লঞ্চের পর এই গেমিং-কেন্দ্রিক হ্যান্ডসেটগুলি তরুণ গ্রাহকের থেকে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আইকো ভারতের জন্য এই সিরিজে আরেকটি নতুন ডিভাইস সংযোজন করার পরিকল্পনা করছে, এটি iQOO 9T 5G নামে শীঘ্রই এদেশে লঞ্চ হতে চলেছে৷ যদিও সংস্থা এখনও ফোনটির লঞ্চের নির্দিষ্ট তারিখটি ঘোষণা করেনি। তবে এখনই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এর ভারতীয় শাখা iQOO 9 সিরিজের আপকামিং মডেলটির আগমন নিয়ে প্রচার করতে শুরু করে দিয়েছে। ই-কমার্স তালিকা থেকে জানা গেছে যে, iQOO 9T 5G বিএমডব্লিউ (BMW) মোটরস্পোর্ট-অনুপ্রাণিত ডিজাইনের সাথে আসবে। মাইক্রোসাইট অনুসারে, এই ফোনে সাব-ব্র্যান্ড ভিভো(Vivo)-এর V1+ ইমেজিং চিপ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে এবং এটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, লঞ্চের আগেই এক জনপ্রিয় ইউটিউবার iQoo 9T 5G এর একটি আনবক্সিং ভিডিও অনলাইনে পোস্ট করেছেন, যা এই ফোনের ডিজাইন, রিটেল বক্সে থাকা উপাদান এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছে।

Amazon-এ লাইভ হল iQOO 9T 5G-এর মাইক্রোসাইট

ভারতে ফোনটির লঞ্চ করার জন্য অ্যামাজন ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে। তালিকায় অবশ্য ফোনটির সঠিক লঞ্চের তারিখ ও সময় উল্লেখ করা হয়নি। তবে সাইটে ফোনটিকে বিএমডব্লিউ মোটরস্পোর্ট-অনুপ্রাণিত ডিজাইনের সাথে দেখা গেছে। ফোনটির সাদা ব্যাক প্যানেলের ওপর লাল, কালো ও নীল রঙের তিনটি উল্লম্ব স্ট্রাইপ রয়েছে। আর এর পাওয়ার বাটনটি আইকো ৯ প্রো এবং আইকো ৭ লেজেন্ড-এর মতো ব্লু শেডে দেখানো হয়েছে। আইকো ৯টি ৫জি-এ ৪০x ডিজিট্যাল জুম সাপোর্ট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। হ্যান্ডসেটটিতে ভিভোর ভি১+ ইমেজিং চিপও থাকবে। ক্যামেরা আইল্যান্ডে, “এফ/১.৮৮ ২.২ এএসপিএইচ” কথাটি প্রিন্ট করা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, এই নয়া ডিভাইসটির লুক এবং টিজ করা স্পেসিফিকেশনগুলি আগামী ১৯ জুলাই চীনে লঞ্চ হতে চলা আইকো ১০ সিরিজের সাথে অনেকটাই মিলে যায়।

অন্যদিকে, টেক বার্নার নামের একটি ইউটিউব চ্যানেলে আসন্ন iQoo 9T 5G-এর একটি আনবক্সিং ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে হ্যান্ডসেটের রিটেইল বক্সটিকে দেখানো হয়েছে। এই কালো আয়তক্ষেত্রাকার বাক্সের মধ্যে হ্যান্ডসেটটির পাশাপাশি একটি প্রোটেক্টিভ স্বচ্ছ কেস, ১২০ ওয়াট চার্জার, ইউএসবি টাইপ-সি থেকে ৩.৫ মিলিমিটার অ্যাডাপ্টার, ডকুমেন্টেশন এবং একটি সিম-ইজেক্টর টুল থাকবে। ভিডিওটিতে iQoo 9T 5G-এর BMW Motorsport Edition এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটিকে দেখানো হয়েছে। এই আনবক্সিং ভিডিও অনুযায়ী, ফোনটিতে একটি ডুয়েল-টোন ডিজাইন দেখা যাবে। এর পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি হ্যান্ডসেটের বাঁদিকে অবস্থান করবে। আর স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিম ট্রে ফোনটির নীচের অংশে থাকবে। BMW Motorsport Edition-এ, সাদা ম্যাট-ফিনিশড রিয়ার প্যানেলে তিনটি রঙের বিএমডব্লিউ মোটরস্পোর্ট-অনুপ্রাণিত রেসিং স্ট্রাইপ রয়েছে, যেমনটা অ্যামাজনের মাইক্রোসাইটেও দেখা গেছে। আর ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলের নীচের অর্ধেক অংশে ম্যাট ফিনিশ থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, iQOO 9T 5G মডেলটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড iQOO 9, iQOO 9 Pro এবং iQOO 9 SE-এর পর iQOO 9 সিরিজের চতুর্থ ডিভাইস হিসেবে ভারতের বাজারে আসতে চলেছে। এই নতুন হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। আইকো ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে বাজারে পা রাখতে পারে। এছাড়া, iQOO 9T হ্যান্ডসেটটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে।

Tags:    

Similar News