IRCTC New Rules: অগ্রীম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করল আইআরসিটিসি, অবশ্যই জানুন

IRCTC New Rules - ভারতীয় রেলের নতুন নিয়ম আইআরসিটিসি-র ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও পেটিএম এবং মেক মাই ট্রিপের মতো সমস্ত থার্ড পার্টি বুকিং সাইটগুলির জন্যেও প্রযোজ্য হবে।

Update: 2024-11-02 07:19 GMT

IRCTC New Rules

১লা নভেম্বর অর্থাৎ গতকাল থেকে ভারতীয় রেল টিকিট রিজার্ভেশন ব্যবস্থায় একটি বড়সড় পরিবর্তন এসেছে। এবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং-এর ক্ষেত্রে অগ্রিম টিকিট কাটা যাবে ৬০ দিন আগে। এতদিন যাত্রীরা আইআরসিটিসি (IRCTC) থেকে ১২০ দিন অর্থাৎ চার মাস আগে থেকে টিকিট বুকিং করতে পারতো। তবে এবার থেকে যাত্রীরা ৬০ দিন অর্থাৎ দুমাস আগে টিকিট বুকিং করতে পারবে। তবে, ভারতীয় রেল জানিয়েছে যে, যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না।

এই নিয়ম প্রয়োগের ফলে কি কি সমস্যা হতে পারে?

ভারতীয় রেলের নতুন নিয়ম আইআরসিটিসি-র ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও পেটিএম এবং মেক মাই ট্রিপের মতো সমস্ত থার্ড পার্টি বুকিং সাইটগুলির জন্যেও প্রযোজ্য হবে। যে সকল যাত্রীরা রেলওয়ে কাউন্টার থেকে অফলাইনে টিকিট ক্রয় করেছেন তাদেরকেও এই নিয়ম মেনে চলতে হবে।

আর আগে বিভিন্ন সময়ে এমনকি উৎসবের দিনগুলিতেও যাত্রীদের দীর্ঘ সময় ওয়েটিং লিস্টে রাখার ফলে সফরে নিশ্চয়তা সম্পর্কিত অসুবিধায় পড়তে হত। আর এই সমস্যার সমাধান করার জন্যই ভারতীয় রেল আইআরসিটিসির অধীনে টিকিট বুকিং-এর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করেছে।

যদিও, এবার থেকে যাত্রীরা সফল শুরুর ৬০ দিন আগে থেকে টিকিট কাটতে পারবেন, তবে যারা তৎকাল টিকিট কাটতে চান তাদের পূর্বের মতোই একদিন আগে টিকিট কাটতে হবে। আর তৎকাল টিকিট সংরক্ষণ করার জন্য এসি ক্লাসের বুকিং উইন্ডো খোলা হবে সকাল ১০ টায় এবং নন এসি ক্লাসের বুকিং শুরু হবে সকাল ১১ টায়।

আপগ্রেড করা হয়েছে IRCTC প্ল্যাটফর্ম

বিগত বছরগুলিতে আইআরসিটিসি যাত্রীদের নির্বিঘ্নে বুকিং অভিজ্ঞতা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন, সকাল ৮ টার আগে লগ-ইন করা যাত্রীরা ঠিক সকাল ৮ টায় লগ-আউট হয়ে যাবে এবং টিকিট বুক করার জন্য তারা আবার লগ-ইন করবে। এছাড়া, প্রতি লগ-ইন সেশনে শুধুমাত্র একটি পিএনআর নম্বর ব্যবহার করা যাবে। আর পরবর্তী বুকিং-এর জন্য তাদের নতুন লগইন প্রয়োজন হবে। টিকিটের কালোবাজারি রুখতে এবং ন্যায্য যাত্রীদের টিকিট বিতরণ নিশ্চিত করতে ভারতীয় রেল পিএনআর সম্পর্কিত এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে।

Tags:    

Similar News