সস্তায় স্পোর্টস বাইক কিনবেন? KTM RC 125 ও Yamaha R15M এর মধ্যে কোনটা নিলে লাভ জানুন
জাপানের বাইক নির্মাতা ইয়ামাহা সম্প্রতি তাদের সেরা মোটরসাইকেলগুলির নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। বর্তমানে তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল R15M আবার এই মুহূর্তে সবচেয়ে দামি টু-হুইলারও বটে। একদিকে যেমন রয়েছে এর অসামান্য পারফরমেন্স তার সাথেই চোখ ধাঁধানো ডিজাইন, সবমিলিয়ে যেন এক অনবদ্য কম্বিনেশন এটি। অন্যদিকে R15M এর যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারতের বাজার দাপিয়ে বেড়াচ্ছে KTM RC 125। এই প্রতিবেদনে বাইক দু'টির মধ্যে তুলনামুলক আলোচনা রইল।
KTM RC 125 vs Yamaha R15M: লুক ও ডিজাইন
ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে এই দুটি মডেলই তাদের বড় সংস্করণের মডেলের সঙ্গে প্রায় সদৃশ। অর্থাৎ ফুলফেয়ারিং যুক্ত R15M বাইকটিকে অনেকাংশেই হুবহু R6 এর ন্যায় দেখতে। অন্যদিকে RC 390 এর খানিকটা ছোট সংস্করণ হিসেবে বাজারে এসেছে RC 125।
KTM RC 125 vs Yamaha R15M: ইঞ্জিন স্পেসিফিকেশন
ইঞ্জিনের ক্ষমতায় নজর দিলে দেখা যাবে RC 125 কে চালিকা শক্তি যোগায় ১২৪.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এতে রয়েছে লিকুইড কুলিং প্রযুক্তি। এই ইঞ্জিনটি ৯,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪.৩ বিএইচপি শক্তি এবং ৮,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত গিয়ার বক্স।
অন্য হাতে থাকা Yamaha R15M এর ক্ষেত্রে চার ভালভ এবং লিকুইড কুলিং প্রযুক্তিযুক্ত SOHC ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এতে রয়েছে VVA প্রযুক্তি। ফাইভ স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনটি ১০,০০০ আরপিএম গতিতে ১৮.১৪ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএম টর্ক উৎপাদিত করে। এছাড়াও এতে কুইক শিফটার উপলব্ধ রয়েছে।
KTM RC 125 vs Yamaha R15M: ফিচার
ইয়ামাহার স্পোর্টস বাইকটিতে ব্লুটুথ কানেকশনযুক্ত টিএফটি স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল, এলইডি হেড ল্যাম্প এবং টেলল্যাম্প, এলইডি ডিআরএল দেখতে পাওয়া যায়। এছাড়াও স্ট্রিট ও ট্র্যাক এই দুই ধরনের রাইডিং মোড উপলব্ধ রয়েছে এতে। অন্যদিকে KTM RC 125 বাইকটিতে এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেলল্যাম্প এবং হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া হয়েছে।
KTM RC 125 vs Yamaha R15M: মূল্য
KTM RC 125 এর এক্স শোরুম মূল্য ১.৮৭ লাখ টাকা। দামের তুলনায় খানিকটা এগিয়ে ইয়ামাহা। কারণ R15M কিনতে খরচ হয় ১.৯৪ লাখ টাকা (এক্স শোরুম)। তবে ফিচার ও পাওয়ার বিবেচনা করলে দু'লাখের কম বাজেটে ইয়ামাহা কেনায় বুদ্ধিমানের কাজ)।