Netflix Down: মাইক টাইসন বনাম জেক পল বক্সিং ম্যাচ শুরুর আগে নেটফ্লিক্স বিভ্রাট, হচ্ছে না লগইন

কাজ করছে না Netflix। ভারত ও আমেরিকার হাজার হাজার গ্রাহক রিপোর্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মাইক টাইসন বনাম জেক পল বক্সিং ম্যাচের ঠিক আগে এই সমস্যা দেখা গিয়েছে। ডাউনডিটেক্টরে প্রায় ১৪ হাজার রিপোর্ট জমা পড়েছে।

Update: 2024-11-16 05:26 GMT

Netflix Down

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) অচল হয়ে পড়েছে। বিশেষ করে ভারত ও আমেরিকায় এই বিভ্রাট দেখা গিয়েছে বলে খবর। মাইক টাইসন বনাম জেক পল বক্সিং ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে এই সমস্যা দেখা গিয়েছে। নেটফ্লিক্স ব্যবহার করতে পারছেন না অনেকে। যা নিয়ে ডাউনডিটেক্টরে (পরিষেবা বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট) প্রায় ১৪,০০০ অভিযোগ জমা পড়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে এই স্ট্রিমিং পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কী কারণে এই সমস্যা তা এখনও অস্পষ্ট। এখনও কোনও অফিশিয়াল বিবৃতি প্রকাশ করেনি নেটফ্লিক্স। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, বিভ্রাটের সময় ১৩,৮৯৫টি রিপোর্ট জমা পড়েছিল। যদিও বর্তমানে রিপোর্টের সংখ্যা ৫,১০০-তে নেমে এসেছে।

প্রায় ৮৬ শতাংশ ব্যবহারকারী ভিডিয়ো স্ট্রিমিং নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। ১০ শতাংশ ব্যবহারকারী সার্ভার কানেক্ট করতে পারছেন না। ৪ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার মুখে পড়েছেন। ভারতে, ভিডিয়ো স্ট্রিমিং, অ্যাপ ও ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা নিয়ে ১২০০টিরও বেশি অভিযোগে জমা পড়েছে।

নেটফ্লিক্স ব্যবহার করতে না পারায় সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবহারকারীরা। আমেরিকার মতো ভারতেও প্রচুর মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। টিভি শো থেকে শুরু করে সিনেমা নানা কন্টেন্ট পাওয়া যায় এই প্ল্যাটফর্মে। কিন্তু হঠাৎ এই বিভ্রাট দেখা দেওয়ায় অ্যাপ ও ওয়েবসাইট কোনওটাই অ্যাক্সেস করতে পারছেন না তারা। আবার যারা লগইন করতে পারছেন, তারা ভিডিয়ো স্ট্রিমিং করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় একজন ইউজার লিখেছেন মাইক টাইসন বনাম জেক পল বক্সিং ম্যাচ শুরু হওয়ার আগে অন্তত সমস্যাটি ঠিক করে ফেলুক নেটফ্লিক্স। এক্স হ্যান্ডেলে আর এক ইউজার লিখেছেন, যদি নেটফ্লিক্স এই বাফারিং সমস্যাটি সমাধান না করে, তাহলে এটি সমস্ত টিভি/স্ট্রিমিং ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হিসাবে নাম লেখাবে।

Tags:    

Similar News