Nothing Phone 1 আসছে এই গ্রীষ্মেই, নিজস্ব Android ভার্সন সহ থাকবে Snapdragon প্রসেসর

Update: 2022-03-23 17:31 GMT

অবশেষে সামনে এল Nothing এর প্রথম স্মার্টফোন, Nothing Phone 1 এর লঞ্চের সময়কাল। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে বাজারে আসবে কোম্পানির প্রথম ফোনটি। আজ কোম্পানির প্রতিষ্ঠাতা, Carl Pei, 'The Truth' ইভেন্টে এই ঘোষণা করেছেন। তিনি আরো বলেছেন, এই ফোনটি কাস্টম অ্যান্ড্রয়েড ভার্সন সহ আসবে, যার নাম রাখা হবে Nothing OS। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। পাশাপাশি, Carl Pei ইভেন্টে জানিয়েছেন, তারা সম্প্রতি ১০ মিলিয়ন (প্রায় ৭৬.২৩ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে। এর আগে আমেরিকা ভিত্তিক কোম্পানিটিতে ১.৫ মিলিয়ন (প্রায় ১১.৪৩ কোটি টাকা) বিনিয়োগ এসেছিল।

Nothing Phone 1 স্মার্টফোন লঞ্চ হচ্ছে তৃতীয় কোয়ার্টারে

আজকের ইভেন্টে সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মে নার্থিং ফোন ১ স্মার্টফোন লঞ্চ করা হবে। উল্লেখ্য, ইংল্যান্ডে জুলাই-আগস্ট থেকে গ্রীষ্মকাল‌ শুরু হয়। এদিকে নার্থিংয়ের ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার, মানু শর্মা ইঙ্গিত দিয়েছেন, গ্লোবাল মার্কেটের পাশাপাশি ফোনটি একই সময়ে ভারতেও আসবে।

প্রসঙ্গত, Nothing তাদের প্রথম প্রোডাক্ট হিসেবে গতবছর জুলাইয়ে Nothing Ear 1 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন লঞ্চ করেছিল। যেটি মোটামুটি বাজারে সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে মানু বলেছেন, 'আমরা ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন শুরুতে এনে নিজেদের মান জানান দিতে চেয়েছিলাম। মানুষের আমাদের ব্র্যান্ড সম্পর্কে ধারণা আসায় এখন স্মার্টফোন লঞ্চ করার সেরা সময় বলা চলে।'

জানিয়ে রাখি, টিপস্টার ইভান ব্লাস কয়েকদিন আগে টুইটারে একটি প্রোটোটাইপ মডেলের ছবি শেয়ার করছিলেন। এই ছবিতে Carl Pei এর হাতে প্রোটোটাইপ মডেলটি দেখতে পাওয়া গেছে। এটিই Nothing Phone 1 হবে বলে ধারণা। টিপস্টারের ছবি অনুযায়ী, এই ফোনের পিছনের প্যানেলটি কালো রঙের এবং এতে এলইডি ফ্ল্যাশ সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হতে পারে।

Tags:    

Similar News