সামনে-পিছনে দু'টোই 50MP, ক্যামেরায় বড় চমক দেখাবে Nothing Phone 2a Plus
নাথিং ফোন ২এ প্লাস আগামী ৩১শে জুলাই, অর্থাৎ বুধবার লঞ্চ হচ্ছে। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও হাজির হবে এটি। সংস্থার সিইও কার্ল পেই ইতিমধ্যেই স্মার্টফোনটির কিছু ফিচার্স নিশ্চিত করেছেন। অফিশিয়াল লঞ্চের আগেই এখন ফোনটির মেমরি অপশন সহ প্রচুর স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। চলুন দেখে নিই, নাথিং ফোন ২এ প্লাস কী কী অফার করবে।
নাথিং ফোন ২এ প্লাস স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্মার্টপিক্সের সৌজন্যে নাথিংয়ের নতুন ফোনটির নানা বিষয় সামনে এসেছে। স্ট্যান্ডার্ড মডেলটির তুলনায় এতে তিনটি বড় হার্ডওয়্যার আপগ্রেড থাকবে। এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে, যা খাতায় কলমে নাথিং ফোন ২এ'র ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার থেকে উন্নত। পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ অপরিবর্তিত থাকবে।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, নাথিং ফোন ২এ প্লাস স্ট্যান্ডার্ড মডেলের মতোই ৫,০০০এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে, তবে চার্জিং স্পিড বাড়ছে। বর্তমানে ফোন ২এ ৪৫ ওয়াট চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ হয়। যেখানে আপকামিং মডেলটি ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি। এছাড়া নাথিং ফোন ২এ প্লাস মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রসেসরের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনটি সর্বাধিক ১২ জিবি র্যামে পাওয়া যাবে। এটি ৮ জিবি + ২৫৬ জিবি ও ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। মিলবে ব্ল্যাক ও গ্রে কালার অপশনে।