Nothing The Truth ইভেন্ট আজ, কোম্পানির প্রথম Smartphone আসার বিরাট সম্ভাবনা
Nothing এর মেগা ইভেন্ট, The Truth আজ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে এই ইভেন্ট শুরু হবে। এই ভার্চুয়াল ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। জল্পনা রয়েছে এই ইভেন্টে কোম্পানির প্রথম স্মার্টফোন Nothing Phone (1) লঞ্চ করা হবে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। এর পাশাপাশি সংস্থার তরফে ইয়ারফোন বা অন্যান্য স্মার্ট গ্যাজেটের উপর থেকে এই ইভেন্টে পর্দা সরানো হতে পারে।
অনেকদিন ধরে স্মার্টফোনের উপর কাজ করছে Nothing
রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এর সহ প্রতিষ্ঠাতা, Carl Pei, এর কনজিউমার টেক ব্র্যান্ড নাথিং (Nothing Technology Limited) প্রায় এক বছর ধরে স্মার্টফোনের উপর কাজ করছে। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে Carl Pei এই ফোনটির প্রোটোটাইপ মডেল নিয়ে বিভিন্ন কোম্পানির কর্তাদের সাথে বৈঠক করেছে বলেও শোনা গেছে।
Nothing- এর প্রথম স্মার্টফোনের ছবি ফাঁস
কয়েকদিন আগে জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস উল্লেখিত প্রোটোটাইপ মডেলের ছবিটি শেয়ার করেন। এই ছবিতে কার্ল পেই এর হাতে প্রোটোটাইপ টি পাওয়া গেছে। ছবি অনুযায়ী, এই ফোনের পিছনের প্যানেলটি কালো রঙের এবং এতে এলইডি ফ্ল্যাশ সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে কার্ল পেই জানিয়েছিলেন যে, নাথিং কোয়ালকম স্ন্যাপড্রাগন-সিরিজের প্রসেসর দ্বারা চালিত একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। তিনি আরও বলেছিলেন, ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করবে। যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হতে পারে।