স্ন্যাপড্রাগন নয়, OnePlus 10R আসছে শক্তিশালী Mediatek Dimensity 8000 সিরিজের প্রসেসর সহ

By :  SUPARNA
Update: 2022-04-12 13:22 GMT

OnePlus 10R স্মার্টফোন সম্পর্কে গত কয়েকমাস ধরে নতুন নতুন তথ্য সামনে আসছে। একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই হ্যান্ডসেটটি চলতি মাসের শেষার্ধে OnePlus Nord CE 2 Lite 5G এবং OnePlus Nord Buds -এর সাথে একত্রে ভারতে আত্মপ্রকাশ করবে। সর্বোপরি, মডেলটির অস্তিত্ব নিশ্চিত করে OnePlus India এর সিইও স্বয়ং তাদের এই আসন্ন ফোনের প্রসেসর সম্পর্কিত তথ্য একটি গ্যাজেট ডিসকভারি সাইটের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। এছাড়া, মনে করা হচ্ছে যে, আসন্ন স্মার্টফোনটি গত মার্চ মাসে চীনে লঞ্চ হওয়া Realme GT Neo 3 মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। পাশাপাশি, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসবে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।

OnePlus 10R স্মার্টফোনে থাকবে Mediatek Dimensity 8000 সিরিজের প্রসেসর

আপকামিং OnePlus 10R স্মার্টফোন সম্পর্কে ওয়ানপ্লাস ইন্ডিয়ার সিইও নবনীত নকরার, ৯১মোবাইলস (91mobiles) -কে জানিয়েছে, এই R-সিরিজ অধীনস্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে। সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে, মনে করা হচ্ছে OnePlus Nord CE 2 Lite 5G এবং OnePlus Nord Buds ডিভাইস দুটির সাথেই ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনকে আগামী ২৮শে এপ্রিল ভারতে লঞ্চ করা হবে।

OnePlus 10R স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনটি অ্যালার্ট স্লাইডার ছাড়াই আসবে বলে সাম্প্রতিক রিপোর্টে আভাস পাওয়া গেছে। এই স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস E4 AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। এই ডিসপ্লের ডিজাইন হবে হোল-পাঞ্চ স্টাইল। এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ আসতে পারে। আর হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি সহ পাওয়া যেতে পারে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, OnePlus 10R ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরা ইউনিটে, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হতে পারে। একই সাথে, স্মার্টফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের Samsung S5K3P9SP সেন্সর দেওয়া হবে।

Realme GT Neo 3 -এর ন্যায়, OnePlus 10R ফোনও দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে। সেক্ষেত্রে, প্রথম ভ্যারিয়েন্ট হিসাবে - ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং দ্বিতীয় অপশনের ক্ষেত্রে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Tags:    

Similar News